Viral News: দেশের প্রধানমন্ত্রীর নাম বলতে না পারায় বিয়ে বাতিল, বরের ভাইকে মালা পরালেন নববধূ
উত্তরপ্রদেশের গাজিপুরে এক বিয়ের অনুষ্ঠানে চাঞ্চল্যকর ঘটনা। হবু বরকে ছাদনাতলায় নববধূ প্রশ্ন করে ভারতের প্রধানমন্ত্রীর নাম কী।
উত্তরপ্রদেশের গাজিপুরে এক বিয়ের অনুষ্ঠানে চাঞ্চল্যকর ঘটনা। হবু বরকে ছাদনাতলায় নববধূ প্রশ্ন করে ভারতের প্রধানমন্ত্রীর নাম কী। আসলে সম্বন্ধ হয়ে বিয়ে হওয়া বরের সাধারণ জ্ঞান কেমন তা দেখে নেওয়ার উদ্দেশ্য ছিল নববধূর। কিন্তু হবু বর জানায়, সে এসব জানে না। ভারতের প্রধানমন্ত্রীর নাম জেনে তার কোনও লাভ নেই বলে, সে ওসব খবর রাখে না।
নববধূ এই উত্তরে ক্ষুব্ধ হয়। যে মানুষটা এত সহজ একটা প্রশ্নের উত্তর দিতে জানে না, সে কী করে গোটা জীবন তাকে সামলাবে, একসঙ্গে চলবে। নববধূ ছাদনাতলা থেকে উঠে গিয়ে ঘোষণা করে, এই ছেলেকে সে কিছুতেই বিয়ে করবে না। কারণটাও সে সবাইকে বলে। তার পরিবারের লোকেরা অনেক করে তাকে বোঝাতে থাকে, কিন্তু সে কিছুতেই রাজি নয়। নববধূ কিছুক্ষণ পরে বলে, "বর হিসেবে যাকে আনা হয়েছে, তার ভাই প্রশ্নের উত্তর দিতে পেরেছে। তাকে বিয়ে করতে আমার কোনও আপত্তি নেই।"আরও পড়ুন-
জন্মদিনের অনুষ্ঠানের মাঝে অঘটন, জ্বলে উঠল বার্থ ডে বয়ের মুখ
দেখুন টুইট
শেষ অবধি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম না বলতে পারা পাত্রকে বিয়ের মালা না পরেই ঘরে ফিরতে হয়। আর তার ভাই বিয়ের মালা গলায় পরায় নববধূকে। সত্যিই জীবন কত বিচিত্র। একটা সাধারণ জ্ঞানের প্রশ্ন, একটা মানুষের জীবনকে স্বামী থেকে ভাসুরের সম্পর্কে নিয়ে যেতে পারে। সেটা এই ঘটনাটা না জানলে....