Mallikarjun Kharge: গুজরাটের হয়ে প্রধানমন্ত্রী মোদী গান্ধীজির প্রচারের জন্য কী করেছে? প্রশ্ন মল্লিকার্জুন খাড়গের

শনিবার লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণ পর্ব। তার দিনকয়েক আগে এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, মহাত্মা গান্ধীকে (Mahatma Gandhi) নিয়ে সিনেমা তৈরি হওয়ার পর তাঁর প্রসঙ্গে জানতে পারে গোটা বিশ্ব। নেটদুনিয়ায় তাঁর এই বক্তব্য ভাইরাল হওয়ার পরেই দেশজুড়ে শুরু হয় তুমুল সমালোচনা। শুক্রবার প্রধানমন্ত্রী মোদীকে মহাত্মা গান্ধীর প্রসঙ্গ টেনে চরম সমালোচনা করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

এদিন তিনি বলেন, গুজরাটের বাসিন্দা হয়ে প্রধানমন্ত্রী গান্ধীজির জন্য কী করেছেন? কতটা জেনেন তাঁকে? বিশ্বের দরবারে উনি তাঁর কতটা প্রচার করেছেন? ১০ বছর প্রধানমন্ত্রী আছে তার আগে ১৩ বছর মুখ্যমন্ত্রী ছিলেন। আরএসএসের প্রচারক হিসেবে দীর্ঘদিন গুজরাটে কাজ করেছেন। তবুও প্রধানমন্ত্রীকে কখনও সেভাবে মহাত্মা গান্ধীর জন্য প্রচার করতে দেখা যায়নি। এটা সত্যিই খুব দুর্ভাগ্যজনক বিষয়।

প্রসঙ্গত, আগামীকাল দেশে শেষ দফার লোকসভা নির্বাচন। তার আগে ভোটপ্রচার শেষ করে কন্যাকুমারীতে বিবেকানন্দ রকে গেরুয়া  ধ্যান করতে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলবে ৪৮ ঘন্টা পর্যন্ত। উঠবেন ১ জুন ভোটপর্ব মেটার পর। তাঁর এই কর্মসূচি নিয়েও ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।