Rajasthan: প্রেমিকাকে নিয়ে যাওয়ার জন্য সীমান্ত পেরিয়ে ভারতে এল পাক যুবক, ধরা পড়ল বিএসএফের হাতে

সীমান্ত পেরিয়ে মুন্নিকে পাকিস্তানে ছেড়ে আসতে গিয়েছিলেন বজরঙ্গি ভাইজান। আর বেআইনিভাবে আন্তর্জাতিক সীমানা পেরোতে গিয়ে কেমন সমস্যায় পড়তে হয়, তা কিন্তু ভালোভাবেই দেখিয়েছিল সিনেমার নির্মাতারা।

ফাইল ফটো (Photo Credits: ANI)

সীমান্ত পেরিয়ে মুন্নিকে পাকিস্তানে ছেড়ে আসতে গিয়েছিলেন বজরঙ্গি ভাইজান। আর বেআইনিভাবে আন্তর্জাতিক সীমানা পেরোতে গিয়ে কেমন সমস্যায় পড়তে হয়, তা কিন্তু ভালোভাবেই দেখিয়েছিল সিনেমার নির্মাতারা। কিন্তু বাস্তবে এভাবে সীমানা পেরোতে গিয়ে এর থেকেও বড়সড় সমস্যার মুখোমুখি হতে পারেন সাধারণ মানুষ। তবে সেসবের তোয়াক্কা না করে পাকিস্তানের এক যুবক কাঁটাতার পেরিয়ে ঢুকে পড়ল ভারতে। তবে কোনও মুন্নিকে ছাড়তে নয়, বরং নিজের প্রেমিকাকে নিয়ে পালানোর জন্য জীবনের ঝুঁকি নিয়ে ফেলল এই যুবক। কিন্তু প্রাণে বাজি রেখেও লাভ হল না। প্রেমের জন্য দেশ ছেড়ে পালাতে রাজি নয় যুবতী। কার্যত প্রেমে ছ্যাঁকা খেয়ে কাঁদো কাঁদো মুখে ঘর ওয়াপসি করতে গিয়েই ঘটল বিপত্তি। বিএসএফ এবং স্থানীয় পুলিশের টিম পাকড়াও করে।

পুলিশ সূত্রে খবর, বারমেরে (Barmer) সীমান্তবর্তী এলাকায় গত ২৪ অগাস্ট গভীর রাতে ঘটনাটি ঘটেছে। তাঁকে হেফাজতে নিয়ে জানতে পারা যায় সে কোলহি সম্প্রদায়ের পাকিস্তানের নাগরিক। মাসখানেক আগে ভারত নিবাসী একই সম্প্রদায়ের এক মহিলার সঙ্গে তাঁর সম্পর্ক হয়। কিন্তু মেয়েটির পরিবার এই সম্পর্ক নিয়ে ঝামেলা করছিল। তাই সে মহিলাকে পাকিস্তানে নিয়ে যেতে এসেছিল। কিন্তু শেষমুহূর্তে মেয়েটি যেতে অস্বীকার করে। তবে যুবকটি মিথ্যা বলছে না সত্যি বলছে সেই বিষয়ে যাচাই করছে আইবি সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা। সেই সঙ্গে তাঁর পরিচয়ও খতিয়ে দেখা হচ্ছে।



@endif