Pune: প্রেমে প্রত্যাখান করায় ব্যস্ত রাস্তায় কাস্তে দিয়ে তরুণীকে আঘাত, দেখুন পুণের হাড়হিম করা ভিডিয়ো

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ার 'শাস্তি'। পুণের সদাশিব পিঠের কাছে এক ব্যস্ত রাস্তায় মহিলাকে কাস্তের আঘাতে রক্তাক্ত করল এক তরুণ।

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ার 'শাস্তি'। পুণের সদাশিব পিঠের কাছে এক ব্যস্ত রাস্তায় মহিলাকে কাস্তের আঘাতে রক্তাক্ত করল এক তরুণ। স্থানীয়রা বাধা না দিলে ১৯ বছরের মেয়েটি কাস্তের আঘাতে মারা যেতেন। পুণের পেরুগেট পুলিশ আউটপোস্টের ঢিল ছোড়া দূরত্বেই ঘটে এই ঘটনা। তরুণীটির সঙ্গে একই কলেজে পড়ত বছর ২১-র  সেই তরুণ।

বারবার প্রেমের প্রস্তাব দিলেও মেয়েটি কিছুতেই তাতে সাড়া দেননি। আর তাতে ক্ষুব্ধ হয়ে ব্যস্ত রাস্তায় কাস্তে হাতে তাড়া করে আঘাত করল তরুণ। তাকে বাধা দিতে যাওয়া ব্যক্তিদেরও কাস্তে হাতে আক্রমণ করতে ছুটে যায় সে।

দেখুন ভিডিয়ো

তরুণীটিকে এর আগেও তার কলেজের বাইরে শারীরিক আক্রমণ করেছিল সেই তরুণ। তরুণীটি সেই সময় ছেলেটির বাড়ির লোকেদের কাছে অভিযোগ জানায়। কিন্তু তাতে হিতে বিপরীত হয়। ছেলেটি ফোনে মেয়েটিকে বিরক্ত করতে থাকে। মেয়েটি গত কয়েক দিন ধরে ফোন না ধরায়, রাগে কাস্তে হাতে খুন করতে যায়। ছেলেটিকে গ্রেফতার করেছে পুলিশ।