Death Row Convict: ১৪ বছরের স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে ফাঁসির আসামীর জেলে আত্মহত্যা

বছর সাতেক আগে এক কিশোরীকে ধর্ষণ-খুনের ঘটনায় ৩২ বছরের বাবুলালকে মৃত্যুদণ্ডের শাস্তি দিয়েছিল জেলা আদালত।

প্রতীকী ছবি (Photo Credits: pixabay)

পুণের ইয়েরাওয়াড়া সেন্ট্রাল জেলে (Yerawada Central Jail) আত্মহত্যা (Suicide) করল এক ফাঁসির আসামী। জেলের সেলে আত্মহত্যা করা সেই ফাঁসির আসামীর নাম বাবুলাল শিন্ডে (পাপ্পু)। বছর সাতেক আগে এক স্কুল ছাত্রীকে ধর্ষণ-খুনের ঘটনায় ৩২ বছরের বাবুলালকে মৃত্যুদণ্ডের শাস্তি দিয়েছিল জেলা আদালত।

এদিন সকাল ৬টা নাগাদ জেলের সেলে তাঁর দেহ উদ্ধারের পর ডাক্তারী পরীক্ষার পর জানা যয়া, সে আত্মহত্য়া করেছে। তার মানসিক ভারসাম্য কয়েক মাস ধরেই খারাপ হয়ে পড়ছিল বলে জেল সূত্রে খবর।

দেখুন টুইট

২০১৬ সালে মহারাষ্ট্রের কোপারদিতে এক ১৪ বছরের কিশোরীকে গণধর্ষণের পর খুনের ঘটনায় গর্জে উঠেছিল রাজ্য। সাইকেলে চড়ে আত্মীয়র বাড়ি থেকে পেরার সময় ১৪ বছরের কিশোরীকে ৩ জন গণধর্ষণের পর খুন করে। বাবুলাল শিন্ডে, সন্তোষ গোরাখ বাভাল এবং নীতীন গোপিনাথ নামের তিন অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে তুললে, ট্রায়ল কোর্ট তাদের তিনজনকে ফাঁসির সাজা দেয় আহমেদনগর জেলা ও সেশন আদালত।