Rajasthan: রাস্তায় ৪ ফুট জল, শিশু সহ পরিবার নিয়ে আন্ডারপাসে আটকে রইল গাড়ি, দেখুন ভিডিয়ো
এই ঘটনার সময় গাড়িতে উপস্থিত ছিলেন এক ব্যাক্তি, দু'জন মহিলা সহ এক শিশু। তাঁদের বাইরে বের করে অনেক কসরতের পর গাড়িটিকে উদ্ধার করা হয়।
নয়াদিল্লিঃ জলমগ্ন(Waterlogged) গোটা এলাকা(Area)। প্রায় ৪ ফুট পর্যন্ত জল রাস্তায়। এরই মাঝে রেলওয়ে (Railway)সেতুর(Bridge) আন্ডারপাসে(Underbridge) গাড়ি(Car) নিয়ে আটকে গেল এক পরিবার। স্থানীয়দের সহায়তায় কোনওরকমে প্রাণে বাঁচেন যাত্রীরা। ঘটনাটি ঘটেছে রাজস্থানের ভিলওয়ারার শুখদিয়া সার্কেল এলাকার একটি জলমগ্ন রাস্তায়। এই ঘটনার সময় গাড়িতে উপস্থিত ছিলেন এক ব্যাক্তি, দু'জন মহিলা সহ এক শিশু। তাঁদের বাইরে বের করে অনেক কসরতের পর গাড়িটিকে উদ্ধার করা হয়।
Bhilwara, Rajasthan: A car drowned in a railway underbridge near Sukhadia Circle due to severe waterlogging, with water levels reaching up to four feet. Four people, including two women and a child, were inside but were successfully rescued by local residents. pic.twitter.com/yz6oTt1qUu