Maharashtra: নিজের বাবা ধর্ষণ করল নাবালিক কন্যাকে, মায়ের তৎপরতায় দায়ের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

একদিকে যখন আরজি কর ধর্ষণকাণ্ড নিয়ে উত্তাল গোটা দেশ। এমনকী সম্প্রতি মহারাষ্ট্রে দুই নাবালিকা কন্যাকে স্কুলে মধ্যে যৌন নির্যাতন করার কারণে লাগাতার প্রতিবাদ চলছে, তার মাঝে নিজের মেয়েকে ধর্ষণ করল এক ব্যক্তি।

প্রতীকী ছবি (Photo Credits: File Photos)

একদিকে যখন আরজি কর ধর্ষণকাণ্ড নিয়ে উত্তাল গোটা দেশ। এমনকী সম্প্রতি মহারাষ্ট্রে দুই নাবালিকা কন্যাকে স্কুলে মধ্যে যৌন নির্যাতন করার কারণে লাগাতার প্রতিবাদ চলছে, তার মাঝে নিজের মেয়েকে ধর্ষণ করল এক ব্যক্তি। ঘটনাট ঘটেছে মুম্বইয়ের দিনদোশি থানা (Dindoshi Police Station) এলাকায়। অভিযোগ, গত জুন মাসে মেয়েকে স্বামীর কাছে রেখে বাজারে বেরিয়েছিলেন স্ত্রী। বাড়িতে কেউ না থাকার সুযোগে ৯ বছরের মেয়েকে ধর্ষণ করে বছর ৩০-এর ওই ব্যক্তি। ঘটনার পর মেয়েকে কাউকে না বলার হুমকি দেয়। সম্প্রতি সে তাঁর মাকে গোটা ঘটনায় জানায়। তারপর সেই মহিলা স্বামীকে না জানিয়ে স্থানীয় থানায় গিয়ে অভিযোগ জানায়।

অভিযোগ দায়ের হতেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে পসকো আইনের ৪, ১০, ১২ ধারায় মামলা রুজু করে পুলিশ। এছাড়া ভারতীয় ন্যায় সংহিতা আইনে ৬৫ (২) ও ৬৮ (এ) ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে ৩০ অগাস্ট পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে পুলিশ। অন্যদিকে নাবালিকা মেয়ের শারীরিক পরীক্ষা করা হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশের  তরফ থেকে জেরা করা হয়েছে অভিযুক্তকে।



@endif