Coimbatore Woman injured by Flagpole: এআইএডিএমকে-র পতাকার পতন থেকে বাঁচতে গিয়ে বেপরোয়া লরির ধাক্কা, কোনওরকমে প্রাণে বাঁচলেন তরুণী

কোয়েম্বাটোর রাজ্যসড়কের ধারে পত পত করে উড়ছে রাজনৈতিক দল এআইএডিএমকে-র পতাকা। সোমবার সেখান থেকে স্কুটি চালিয়ে যাওয়ার সময় আরোহী বুঝতেই পারে যেকোনও মুহূর্তে পতাকাটি তাঁর মাথায় পড়তে পারে। মাথা বাঁচাতে গিয়ে তিনি স্কুটি ঘোরানোর চেষ্টা করতেই সজোরে ধাক্কা লাগে পণ্যবোঝাই চলন্ত লরির সঙ্গে। লরিটি আবার উল্টোদিক থেকে তীব্র গতিতে ছুটে আসছিল। এর জেরে রাস্তাতেই পড়ে যান ওই তরুণী, ট্রাকের ধাক্কায় তাঁর দুই পায়ের হাড় ভেঙে গিয়েছে। আহত তরুণীর নাম অনুরাধা রাজেশ্বরী।

ঘাতক লরি (Photo Credit: ANI)

চেন্নাই, ১২ নভেম্বর: কোয়েম্বাটোর রাজ্যসড়কের ধারে পত পত করে উড়ছে রাজনৈতিক দল এআইএডিএমকে-র পতাকা। সোমবার সেখান থেকে স্কুটি চালিয়ে যাওয়ার সময় আরোহী বুঝতেই পারে যেকোনও মুহূর্তে পতাকাটি তাঁর মাথায় পড়তে পারে। মাথা বাঁচাতে গিয়ে তিনি স্কুটি ঘোরানোর চেষ্টা করতেই সজোরে ধাক্কা লাগে পণ্যবোঝাই চলন্ত লরির সঙ্গে। লরিটি আবার উল্টোদিক থেকে তীব্র গতিতে ছুটে আসছিল। এর জেরে রাস্তাতেই পড়ে যান ওই তরুণী, ট্রাকের ধাক্কায় তাঁর দুই পায়ের হাড় ভেঙে গিয়েছে। আহত তরুণীর নাম অনুরাধা রাজেশ্বরী। অনুরাধা যখন অফিসে যাচ্ছিলেন তখনই দুর্ঘটনাটি ঘটে। তবে তিনি একা নন, বেপরোয়া লরির ধাক্কায় আহত হয়েছেন আর এক বাইক আরোহী। তাঁর হাত ও হাঁটুতে চোট লেগেছে। আরও পড়ুন-Jammu & Kashmir: জম্মু-কাশ্মীরে এনকাউন্টার, সাতসকালেই সেনার গুলিতে নিকেশ ১ জঙ্গি

দুমাস আগে এই ঘটনা চেন্নাইয়ে ঘটেছে। এআইএডিএমকে-র হোর্ডিং (AIADMK flagpole) পড়ে মৃত্য হয়েছিল এক তথ্যপ্রযুক্তি কর্মী তরুণীর। হোর্টিংটি এক দলীয় নেতাই লাগিয়েছিলেন। সেদিন অফিস থেকে বাড়িতে ফিরছিলেন শুভশ্রী নামের ওই তরুণী। আচমকাই তাঁর মাথার উপরে হোর্ডিং ভেঙে পড়তেই তরুণীর মর্মান্তিক মৃত্যু ঘটে। এরপর এনিয়ে চেন্নাই তথা গোটা দেশজুড়েই শোরগোল পড়ে যায়। রাজনৈতিক দলের হোর্ডিং পতাকায় ছেয়ে যায় শহর। আর সেগুলির বাঁধন আলগা হলেই যে পথচারীদের মৃত্যু ফাঁদ তৈরি হয় তাতো বোঝাই গেল। গতকালকের ঘটনায় আহত অনুরাধা রাজেশ্বরীর ভাগ্য ভাল যে মর্মান্তিক বিপদ এড়ানো গিয়েছে। তবে এর থেকেও বড়সড় ঘটনা ঘটতে পারত। এনিয়ে ইতিমধ্যেই হইচই পড়ে গিয়েছে।