Tamil Nadu Shocker: মাকে নিয়ে তরজা, দাদাকে ছুরিকাঘাতে খুন করল ভাই

ছুরিকাঘাতে দাদাকে খুন করল ভাই। এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে শনিবার তামিলনাড়ুর (Tamil Nadu) কাঞ্চিপুরমে।

Representational Image

চেন্নাই, ১২ সেপ্টেম্বর:  ছুরিকাঘাতে দাদাকে খুন করল ভাই। এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে শনিবার তামিলনাড়ুর (Tamil Nadu) কাঞ্চিপুরমে। মৃতের নাম পি ভিনসেন্ট (২২)। কাঞ্চিপুরমের পাচাইআপ্পাস কলেজে জীবন বিজ্ঞানের  পড়ুয়া ছিলেন। থাকতেন ওরিক্কাই গ্রামের থিভেনগামবান নগরে। আরও পড়ুন- Gyanvapi Mosque Case: জ্ঞানবাপী মসজিদ মামলায় জিতে আনন্দে আটখানা মঞ্জু ব্যাস, দেখুন ভিডিও

তাঁদেরর বাবা প্রভু ডোজ দু বছর আগে মারা গেছেন। তাদের মা সেলভারানি একটি বেসরকারি স্কুলের প্রধান শিক্ষিকা।

পুলিশ রিপোর্ট অনুযায়ী ভিনসেন্টের ছোটো ভাই জার্লি জন (১৯),পাচাইআপ্পাসের একটি সরকারি স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র। সে কুসঙ্গে পড়েছিল এবং মাদক সেবন শুরু করেছিলো। তার মা কে সে সেদিন খুব জোরাজুরি করছিলো মাদক কেনার পয়সা দেওয়ার জন্য কিন্তু তার মা তাকে পয়সা দেননি।

ঝগড়া তুঙ্গে উঠলে ভিনসেন্ট জার্লিকে ছাড়ানোর চেষ্টা করে কিন্তু কিছুতেই পারে না। তখনই জার্লি রান্নাঘর থেকে ছুরি এনে ভিনসেন্টের বুকে বসিয়ে দেয়।

মা সেলভারানি সাহায্যের জন্য চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে আসে এবং ভিনসেন্টকে হাসপাতালে নিয়ে যেতে সাহায্য করে। কিন্তু হাসপাতালে যাওয়ার পথেই মৃত্যু হয় ভিনসেন্টের।

কাঁচি তালুক পুলিশ মামলা রুজু করেছে এবং ভিনসেন্টের দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ জার্লি জনকে তার বন্ধুর বাড়ি থেকে গ্রেফতার করেছে এবং তাকে কোর্টে তোলা হবে।



@endif