Lucknow Wall Collapse: ভারী বর্ষণের জের, লখনউয়ে বাড়ির দেওয়াল ধসে ৩ শিশু-সহ মৃত ৯ আহত ২

ভারী বর্ষণের জেরে বাড়ির দেওয়াল ধসে (Lucknow Wall Collapse) ৯ জনের মৃত্যু হল। আহত হয়েছেন দু'জন।

Lucknow Wall Collapse. (Photo Credits: ANI)

লখনউ, ১৬ সেপ্টেম্বর:  ভারী বর্ষণের জেরে বাড়ির দেওয়াল ধসে (Lucknow Wall Collapse)  ৯ জনের মৃত্যু হল। আহত হয়েছেন দু'জন। শুক্রবার ভোররাতে মর্মান্তিক দুঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের লখনউয়ের দিলখুশা এলাকায়। আরও পড়ুন-World's First Flying Bike: টানা ৪০ মিনিট আকাশে উড়তে পারে, দেখুন বিশ্বের প্রথম উড়ন্ত বাইক (ভিডিও)

দেখুন ভিডিও

 

আহতদের সরকারি হাসপাতাল ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্য়ে তিনজন পুরুষ, তিনজন মহিলা ও তিনজন শিশু। এই দুর্ঘটনার খবর শুনে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। একই সঙ্গে মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকার আর্থিক সহায়তাও ঘোষণা করেছেন তিনি।  জেলাশাসক সূর্যপাল গাঙ্গওয়ার ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজের তদারকি করছেন।