Covid Vaccination In India: দেশের প্রাপ্ত বয়স্ক জনসংখ্যার ৮৮ শতাংশের বেশি সম্পূর্ণ টিকা পেয়েছে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
দেশের মোট প্রাপ্ত বয়স্ক জনসংখ্যার (Adult Population) ৮৮ শতাংশের বেশি মানুষ সম্পূর্ণ কোভিড টিকা (Covid Vaccine) নিয়ে নিয়েছেন। আজ একথা জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্য়াণ মন্ত্রী মনসুখ মান্দাভিয়া (Mansukh Mandaviya)। আজ টুইটে মন্ত্রী লেখেন, "টিকা নেওয়ার পরও কোভিড সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।"
নতুন দিল্লি, ২৮ মে: দেশের মোট প্রাপ্ত বয়স্ক জনসংখ্যার (Adult Population) ৮৮ শতাংশের বেশি মানুষ সম্পূর্ণ কোভিড টিকা (Covid Vaccine) নিয়ে নিয়েছেন। আজ একথা জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্য়াণ মন্ত্রী মনসুখ মান্দাভিয়া (Mansukh Mandaviya)। আজ টুইটে মন্ত্রী লেখেন, "টিকা নেওয়ার পরও কোভিড সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।"
২০২১ সালের ১৬ জানুয়ারি থেকে দেশব্যাপী কোভিড টিকাকরণ (Vaccination In India) শুরু হয়েছিল। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বিনামূল্যে টিকা সরবরাহ করছে কেন্দ্রীয় সরকার। স্বাস্থ্য মন্ত্রকের হিসেব অনুযায়ী, আজ সকাল ৭টা পর্যন্ত দেশে ১৯৩ কোটি ১৩ লাখ ৪১ হাজার ৯১৮ ডোজ টিকা দেওয়া হয়েছে। আরও পড়ুন: Monkeypox: সংক্রমণ কমলেও মাঙ্কিপক্স কখনই নির্মূল করা যাবে না: রিপোর্ট
গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনাভাইরাসে (Covid-19) আক্রান্ত হলেন ২ হাজার ৬৮৫ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৩৩ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ১৫৮ জন। দেশে বর্তমানে ১৬ হাজার ৩০৮ জনের চিকিৎসা চলছে। গত ২৪ ঘণ্টায় দেশে ৪ লাখ ৪৭ হাজার ৬৩৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।