UP: সাতসকালে লাইনচ্যুত মালগাড়ির ৮টি কামরা, শুরু উদ্ধার কাজ

বুধবার সকাল ৬.৪০ নাগাদ উত্তরপ্রদেশের চান্দাউলিতে একটি মালগাড়ির ৮টি কামরা লাইনচ্যুত হয়। এলাহাবাদ থেকে পিটার দীনদয়াল উপাধ্যায় দীন দয়াল উপাধ্যায় স্টেশনে যাওয়ার সময়ই লাইনচ্যুত হয় মাললগাড়ির ওই ৮টি বগি।

Train Derailment In UP (Photo Credit: Twitter/ANI)

দিল্লি, ১৭ নভেম্বর: ফের লাইনচ্যুত (Train Derail ) ট্রেন (Train)। এবার উত্তরপ্রদেশের চান্দাউলিতে বেলাইন মালগাড়ির পরপর ৮টি কামরা। যার জেরে বুধবার সকাল থেকেই উত্তরপ্রদেশের ( UP ) ওই লাইনে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটতে শুরু করে।

রিপোর্টে প্রকাশ, বুধবার সকাল ৬.৪০ নাগাদ উত্তরপ্রদেশের চান্দাউলিতে একটি মালগাড়ির ৮টি কামরা লাইনচ্যুত হয়। এলাহাবাদ (Allahabad) থেকে পিটার দীনদয়াল উপাধ্যায় দীন দয়াল উপাধ্যায় স্টেশনে যাওয়ার সময়ই লাইনচ্যুত হয় মাললগাড়ির ওই ৮টি বগি। ঘটনার খবর পেতেই রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে যান। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করা হয়।

আরও পড়ুন: Delhi: মাঝ আকাশে অসুস্থ যাত্রীর চিকিৎসায় কেন্দ্রীয় মন্ত্রী, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

তবে ওই ঘটনার জেরে কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে মালগাড়ি লাইনচ্যুত হওয়ার পর ট্রেন চলাচলে বাধা পড়তে শুরু করেছে বুধবার সকাল থেকেই।



@endif