7th Pay Commission: সরকারী কর্মীদের ফের চালু DA, মহার্ঘ ভাতা বেড়ে কত হল জানুন

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বড় সুখবর। মহার্ঘ ভাতা বা ডিএ সংক্রান্ত বড় সিদ্ধান্তের কথা জানানো হল কেন্দ্রীয় ক্যাবিনেট কমিটির বৈঠকের পর। এতদিন বন্ধ থাকা ডিএ এবং ডিআর ফের চালু করার সিদ্ধান্ত নেওয়া হল ক্যাবিনেট বৈঠকে।

ভারতীয় টাকা (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ১৪ জুলাই: 7th Pay Commission Latest News Today: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বড় সুখবর। মহার্ঘ ভাতা বা ডিএ (DA) সংক্রান্ত বড় সিদ্ধান্তের কথা জানানো হল কেন্দ্রীয় ক্যাবিনেট কমিটির বৈঠকের পর। এতদিন বন্ধ থাকা ডিএ এবং ডিআর ফের চালু করার সিদ্ধান্ত নেওয়া হল ক্যাবিনেট বৈঠকে (Union Cabinet)। বকেয়া DA ফের চালু করার পাশাপাশি এদিন ডিএ বাড়ানোর সিদ্ধান্তের কথাও জানানো হয়েছে। করোনা কারণে গত প্রায় এক বছর কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (Dearness Allowance) স্থগিত রাখা হয়েছিল। আরও পড়ুন: একুশের একুশে জুলাই মমতা ব্যানার্জির ভাষণ এবার দিল্লিতে এলইডি স্ক্রিনে, দেশের বিরোধী মুখ দিদিকে দেখবে রাজধানী শহর

সপ্তম পে কমিশন অনুযায়ী আগের ১৭ শতাংশ থেকে DA বেড়ে ২৮ শতাংশ করা হল। মানে মোট ১১ শতাংশ DA বাড়ানো হল। পাশাপাশি এই ১১ শতাংশ বৃদ্ধির মধ্যে থাকছে ২০২০ সালের জানুয়ারি থেকে জুন ৩ শতাংশ বর্ধিত DA।

ধরা হচ্ছে, জুলাই থেকে ডিসেম্বরের ৪ শতাংশ বৃদ্ধি। তাছাড়া শেষ ত্রৈমাসিক অর্থাৎ ২০২১ সালের জানুয়ারি মাস থেকে জুন পর্যন্ত ৪ শতাংশ বর্ধিত ডিএ। ফলে সপ্তম পে কমিশনে ডিএ বাড়বে অনেকটাই।