Punjab Shocker: কুঁড়েঘরে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মৃত্যু একই পরিবারের ৭ জনের
কুঁড়েঘরে আগুন (Fire) লেগে ঘুমের মধ্যেই পুড়ে মৃত্যু হল একই পরিবারের ৭ জনের। ঘটনাটি ঘটেছে পঞ্জাবের লুধিয়ানায় (Ludhiana)। মৃতদের মধ্যে পাঁচটি শিশু রয়েছে। পুলিশ জানিয়েছে, বুধবার সকালে একটি বস্তিতে থাকা ওই কুঁড়েঘরে আগুন লেগে যায়। পরিবারের একজন সদস্য, যিনি ঘটনার সময় কুঁড়েঘরে ছিলেন না, তিনি বেঁচে গিয়েছেন।
লুধিয়ানা, ২০ এপ্রিল: কুঁড়েঘরে আগুন (Fire) লেগে ঘুমের মধ্যেই পুড়ে মৃত্যু হল একই পরিবারের ৭ জনের। ঘটনাটি ঘটেছে পঞ্জাবের লুধিয়ানায় (Ludhiana)। মৃতদের মধ্যে পাঁচটি শিশু রয়েছে। পুলিশ জানিয়েছে, বুধবার সকালে একটি বস্তিতে থাকা ওই কুঁড়েঘরে আগুন লেগে যায়। পরিবারের একজন সদস্য, যিনি ঘটনার সময় কুঁড়েঘরে ছিলেন না, তিনি বেঁচে গিয়েছেন।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই পৌরসভার একটি আবর্জনা স্তূপে আগুন জ্বলছিল। সেখান থেকেই আগুন কুঁড়েঘরে লেগে যায় বলে অনুমান করা হচ্ছে। আরও পড়ুন: BGBS 2022: লক্ষীলাভের আশায় আজ থেকে রাজারহাটে বসছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন
লুধিয়ানার পুলিশ আধিকারিক সুরিন্দর সিং বলেছেন যে মৃতরা প্রত্যেকেরই বিহারের বাসিন্দা। কাজের সূত্রে এখানে থাকছিলেন। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।