Coronavirus Cases in India: ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে ৬০, দিল্লি এবং রাজস্থানে নতুন করে আক্রান্ত ২

(Photo Credits: PTI)

নয়াদিল্লি, ১১ মার্চ: করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। স্বাস্থ্যমন্ত্রকের তরফে টুইট করে জানানো হয়েছে, ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে ৬০। নতুন করে ১০ জন করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়েছে বলে জানা গিয়েছে। এরমধ্যে ৮ জন কেরলের বাসিন্দা রয়েছেন। এছাড়া রাজস্থান (Rajasthan) এবং দিল্লিতে (Delhi) নতুন করে ১ জন করে আক্রান্ত হয়েছেন।

৬০ জন করোনাআক্রান্তের মধ্যে রয়েছেন ১৬ জন ইতালির বাসিন্দা। দেশজুড়ে ক্রমশ ছড়াচ্ছে করোনাভাইরাস। কর্ণাটকে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ জন এবং মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ২। লাদাখে করোনা আক্রান্ত ২। এখনও পর্যন্ত কেরলে আক্রান্তের সংখ্যা ৯। কেরলের ৯ জন আক্রান্তের মধ্যে ৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন গত মাসে। আরও পড়ুন: Coronavirus Outbreak in India: করোনা-আতঙ্কে বন্ধ হল বাংলাদেশ-মিজোরাম সীমান্ত 

স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা ৫ । উত্তরপ্রদেশের ৯জনকে রাখা হয়েছে আইশোলেশনে। এছাড়া রাজস্থান, তেলেঙ্গানা, তামিলনাড়ু, জম্মু-কাশ্মীর এবং পাঞ্জাব, এই সবকটি রাজ্যে ১ জন করে আক্রান্ত হয়েছে বলে খবর। মঙ্গলবার পর্যন্ত মোট ১৪০০ জনকে আইসোলেশনে রাখা হয়েছে।

করোনা রুখতে উত্তর-পূর্ব ভারত নিয়েছে কড়া পদক্ষেপ। সিকিম এবং অরুণাচল প্রদেশে (Arunachal Pradesh) ইতিমধ্যেই বিদেশিদের প্রবেশ নিষিদ্ধ হয়েছে। এবার তৃতীয় রাজ্য হিসেবে সেই তালিকায় নাম লেখাল মিজোরাম। ইতিমধ্যেই আটকে দেওয়া হয়েছে মিজোরামের (Mizoram) সীমান্ত। স্থলপথে কিংবা জলপথে, কোনওদিক দিয়েই প্রবেশ করা যাবে না মিজোরামে। রাজ্য সরকারের তরফ সরকারিভাবে নোটিশ দিয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে সীমান্ত। পরবর্তী নোটিশ না আসা পর্যন্ত বন্ধ থাকবে সীমান্ত।