Jamtara Syndicate: ব্যাঙ্কের কর্মী পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার জামতাড়া গ্যাংয়ের ৬ সদস্য, উদ্ধার ২২ হাজার সিম কার্ড

ব্যাঙ্কের কর্মী পরিচয় দিয়ে একটি প্রতিষ্ঠিত ব্যাঙ্কের গ্রাহকদের সঙ্গে প্রতারণা করার অভিযোগ ছিল। এর জেরে তদন্তে নেমে ঝাড়খণ্ডের বিখ্যাত জামতাড়া গ্যাংয়ের ৬ সদস্যকে গ্রেফতার করল দিল্লি পুলিশ।

প্রতীকী ছবি

নয়াদিল্লি: ব্যাঙ্কের কর্মী (Staff) পরিচয় দিয়ে একটি প্রতিষ্ঠিত ব্যাঙ্কের (prominent bank) গ্রাহকদের (customers) সঙ্গে প্রতারণা (fraud) করার অভিযোগ ছিল। এর জেরে তদন্তে নেমে ঝাড়খণ্ডের (Jharkhand) বিখ্যাত জামতাড়া (Jamtara) গ্যাংয়ের ৬ সদস্যকে গ্রেফতার (arrest) করল দিল্লি পুলিশ (Delhi Police)।

এপ্রসঙ্গে দিল্লি পুলিশের এক আধিকারিক জানান, জামতাড়ার গ্যাংয়ের সদস্যরা একটি প্রতিষ্ঠিত ব্যাঙ্কের গ্রাহকদের ব্যাঙ্কের কর্মী পরিচয় দিয়ে প্রতারণা করছিল। এই বিষয় অভিযোগ পাওয়ার পরেই অভিযান চালিয়ে ওই প্রতারণা চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে ২২ হাজারেরও বেশি সিম কার্ড (SIM cards) উদ্ধার হয়েছে। তাদের জেরা করে বাকি তথ্য জানার চেষ্টা চলছে। আরও পড়ুন: Atiq Ahmed: আতিক আহমেদকে ভারত রত্ন দেওয়ার দাবি জানিয়ে সাসপেন্ড কংগ্রেস নেতা, দেখুন মৃতের কবরে জাতীয় পতাকা দেওয়ার ভিডিয়ো