Online Dating App Cheating: অনলাইনে ডেটিংয়ের ফাঁদে ফেলে আর্থিক প্রতারণা, পাবে ডেটে গিয়ে গচ্ছা ৪০ হাজার, গ্রেফতার ২ মহিলা সহ ৬
অনলাইন ডেটিংয়ে ক্রমশ ছেয়ে যাচ্ছে নেট দুনিয়া। সেই সুযোগে অনলাইন ডেটিংয়ের নামে বিভিন্ন ধরনের প্রতারণা চক্র ক্রমশ সক্রিয় হচ্ছে।
মুম্বই, ৬ জুন: অনলাইন ডেটিংয়ে (Online Dating App) ক্রমশ ছেয়ে যাচ্ছে নেট দুনিয়া। সেই সুযোগে অনলাইন ডেটিংয়ের নামে বিভিন্ন ধরনের প্রতারণা চক্র ক্রমশ সক্রিয় হচ্ছে। দেশের বিভিন্ন রাজ্য থেকে শোনা যাচ্ছে অনলাইন ডেটিংয়ের চক্রে প্রতারণার কথা। অনলাইন ডেটিং অ্যাপকে কাজে লাগিয়ে এবার প্রতারণার চাঞ্চল্যকর ঘটনা ঘটল মুম্বইয়ে। একেবারে বলিউউ সিনেমার কায়দায় চলত প্রতারণা
অ্যাপে ডেটিং, প্রেমের ফাঁদ পেতে বিভিন্ন বয়সের পুরুষদের আনা হত পাবে। তারপর ডেটিংয়ের নামে বারবার মহিলা সঙ্গী দামি খাবার, মদ অর্ডার করত। এরপর যখন সেই ব্যক্তি মদ্যপ হয়ে পড়ত, তখন ওয়েটার এসে ধরিয়ে দিত মোটা অঙ্কের বিল। সেই বিলের আসল অঙ্কটা যেত প্রতারকেদর কাছে। বাথরুমে যাওয়ার নাম করে চম্পট দিত মহিলা সঙ্গী। আরও পড়ুন-টিফিনে আমিষ খাবার নেওয়ায় স্কুল থেকে ৫ বছরের ছাত্রকে 'বহিষ্কার' করলেন অধ্যক্ষ
মুম্বইয়ে অনলাইন ডেটিংয়ের ফাঁদ, ৪০ হাজার টাকা খোয়ালেন ব্যক্তি
পুলিশ সূত্রে খবর, মুম্বইয়ের এক ব্যক্তির সঙ্গে নিজেকে মুসকান নামে পরিচয় দেওয়া মহিলার পরিচয় হয় ডেটিং অ্যাপে। তারপর মুসকান সেই ব্যক্তিকে আন্ধেরীর এক পাবে ডাকে। অনেক খাবার, পানীয়, মদ অর্ডার করে মুসকান। এরপর পানীয়র সঙ্গে কিছু একটা মিশিয়ে দেওয়া হয়। বিল দেওয়ার সময় মুসকান ফোন ধরার নাম করে সেই পাব থেকে পালিয়ে যায়। তারপর সেই পাবের ওয়েটার জোর করে মোটা বিল দিতে বাধ্য করে ব্যক্তিকে।
সম্প্রতি মুম্বইয়ের এক ব্যক্তির থেকে এই কায়দায় ৪০ হাজার টাকা আদায় করা হয়। তাঁর অভিযোগের পর দিল্লি পুলিশ তদন্ত করলে উঠে আসে এক চক্রের কথা। অনলাইন ডেটিং অ্যাপ কাণ্ডে প্রতারণার দায়ে ৪ জন পুরুষ ও দুই মহিলাকে গ্রেফতার করা হয়। ধৃতরা প্রত্য়েককেই দিল্লির বাসিন্দা।