Terrorist Attack: ফের অশান্ত জম্মু কাশ্মীর, জঙ্গিদের গুলিতে মৃত্যু ৬ শ্রমিক সহ ১ ডাক্তারের
রবিবার রাত ৮ টা ১৫ মিনিট নাগাদ একটি শ্রমিক ক্যাম্প লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে সন্ত্রাসবাদীরা। সেই সময় সোনমার্গ ও গান্দেরবলের গগনগীরের মধ্যে সংযোগকারী ৬ কিমি দীর্ঘ টানেল তৈরিতে ব্যস্ত ছিলেন শ্রমিকেরা।
নয়াদিল্লিঃ জম্মু কাশ্মীরে(Jammu Kashmir) ফের জঙ্গি হামলা(Terrorist Attack)। জঙ্গিদের গুলিতে প্রাণ হারালেন এক চিকিৎসক(Doctor) সহ ছয় শ্রমিক। রবিবাররাতে জম্মু কাশ্মীরের গান্দেরল জেলায় হামলা চালায় জঙ্গিরা।শ্রমিকদের ক্যাম্পে ঢুকে এলাপাথারি গুলি চালানো হয়। জঙ্গিদের গুলিতে প্রাণ হারান ৬ শ্রমিক। শুধু তাই নয়, মৃত্যুর কোলে ঢলে পড়েন এক চিকিৎসক। পাশাপাশি আহত বেশকিছু। আহতদের মধ্যে কিছুজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই হামলার তীব্র নিন্দা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। রবিবার রাত ৮ টা ১৫ মিনিট নাগাদ একটি শ্রমিক ক্যাম্প লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে সন্ত্রাসবাদীরা। সেই সময় সোনমার্গ ও গান্দেরবলের গগনগীরের মধ্যে সংযোগকারী ৬ কিমি দীর্ঘ টানেল তৈরিতে ব্যস্ত ছিলেন শ্রমিকেরা। আচমকাই সেখানে গুলি চলে। টানেল তৈরির কাজে বাধা দিতেই কি এই হামলা? উঠছে প্রশ্ন। এই ঘটনার তীব্র নিন্দা করে দোষীদের উপযুক্ত স্বাস্তি দেওয়ার আশ্বাস দিয়েছেন অমিত শাহ। অন্যদিকে এই ঘটনায় শোক প্রকাশ করেছেন জম্মু কাশ্মীরের নয়া মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, “ সোনমার্গ এলাকায় ভীরু ও কাপুরুষের মতো শ্রমিকদের উপর হামলা চালানো হয়েছে। নিরস্ত্র এবং নিরীহ শ্রমিকদের উপর হামলার তীব্র নিন্দা করছি। মৃতদের পরিজনদের সমবেদনা জানাই।” ঘটনার নিন্দা করে মৃতদের পরিজনদের সমবেদনা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ি। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, “নিরীহ শ্রমিকদের উপর এই হামলার তীব্র নিন্দা জানাই। মৃতদের পরিজনদের আমার সমবেদন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।”
ফের অশান্ত জম্মু কাশ্মীর, জঙ্গিদের গুলিতে মৃত্যু ৬ শ্রমিক সহ ১ ডাক্তারের