Budget 2022: চলতি অর্থবর্ষেই দেশে চালু হচ্ছে ৫জি মোবাইল পরিষেবা
কেন্দ্রীয় বাজেটে দেশের মোবাইল পরিষেবা নিয়ে বড় ঘোষণা। চলতি অর্থবর্ষ, ২০২২-২৩-র মধ্যে দেশে ফাইভ জি পরিষেবা চালু হয়ে যাবে।
নতুন দিল্লি, ১ ফেব্রুয়ারি: কেন্দ্রীয় বাজেটে দেশের মোবাইল পরিষেবা নিয়ে বড় ঘোষণা। চলতি অর্থবর্ষ, ২০২২-২৩-র মধ্যে দেশে ফাইভ জি (5G) মোবাইল পরিষেবা চালু হয়ে যাবে। ২০২২ থেকে দেশে ফাইভ জি মোবাইল পরিষেবা বাস্তবায়নের কাজ হলেও, বানিজ্যিকভাবে চালু হতে ২০২৩ সাল লেগে যাবে। প্রসঙ্গত, ২০১২ সালে ভারতে প্রথম ফোর জি পরিষেবা চালু হয়েছিল। এদিকে, চলতি বছরেই ভারতে আসছে ডিজিটাল মুদ্রা।
আরবিআইয়ের অধীনে দেশের দেড় লক্ষ পোস্ট অফিসকে কোর ব্যাঙ্কিয়ে যুক্ত করা হবে বলেও বাজেটে ঘোষণা করলেন নির্মল সীতারমন। চলতি অর্থবর্ষেই চালু হবে ই-পাসপোর্ট। আরও পড়ুন: সরাসরি দেখুন বাজেট
কেন্দ্রীয় বাজেটে (Budget 2022) রেল প্রকল্পে বড় ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের (Nirmala Sitaraman)। আগামী তিন বছরে ৪০০টি নতুন 'বন্দে-ভারত' ট্রেন আসতে চলেছে বলে ঘোষণা করেন তিনি। পিএম গতিশক্তি মাস্টার প্ল্যান আনা হচ্ছে বলে জানান তিনি। দেশের মোট ৬ হাজার ৮৯টি রেলস্টেশন বিনামূল্য ওয়াই ফাই পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। আরও বেশ কিছু স্টেশন দ্রুত এবং বিনামূল্য ফ্রি ওয়াই ফাই পরিষেবা দেওয়া হবে। পাশাপাশি তিন বছরের মধ্যে ১০০টি পিএম শক্তি কার্গো টার্মিনাল গড়ে তোলা হবে।