Covid-19: উত্তরাখণ্ডে ১৪১ জনের গ্রামে ৫১ জন আক্রান্ত করোনায়
গ্রামের কয়েক জনের জ্বর এসেছিল। গ্রামের একটার পর একটা ঘর থেকে আসছিল জ্বরের খবর। এরপরই সেখানে যায় স্বাস্থ্য দফতরের বিশেষ দল।
দেরাদুন, ১৫ মে: গ্রামের কয়েক জনের জ্বর এসেছিল। গ্রামের একটার পর একটা ঘর থেকে আসছিল জ্বরের খবর। এরপরই সেখানে যায় স্বাস্থ্য দফতরের বিশেষ দল। বেশ কয়েকজনের কোভিড উপসর্গ (Covid symptoms) দেখা যাওয়ায় গ্রামের সবার করোনা পরীক্ষা (Corona test) করা হয়। গ্রামের একে একে সবাই কোভিড পরীক্ষা করাতে থাকেন। আর তারপর কোভিড পরীক্ষার ফল যা এল তাতে গোটা দেশ অবাক। উত্তরাখণ্ডের (Uttarakhand) পাউরি জেলার ওই গ্রামে ১৪১ জনের বাস। গ্রামের সবার করোনা পরীক্ষার পর দেখা গেল ১৪১ জনের মধ্যে ৫১ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। পাউরি জেলার (Pauri district) ঈশ্বর ব্লকের কুরখায়েল গ্রামটিকে (Kurkhyal village) কনটাইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। গ্রামবাসীদের আইসোলেশনে রাখা হয়েছে। আরও পড়ুন: West Bengal 10th, 12th Board Exam: জুনে হচ্ছে না মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা
প্রশাসনিক কর্তা সন্দীপ কুমার জানান, গ্রামটির অনেক বাসিন্দাদের মধ্যে জ্বর সহ বেশ কোভিড উপসর্গ দেখা যাচ্ছিল। এরপর গ্রামটিতে গিয়ে গত ১১ মে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে স্বাস্থ্য দফতরের একটি দল গ্রামের সবার নমুনা পরীক্ষা করে। গতকাল,শুক্রবার করোনা পরীক্ষার ফল এলে দেখা যায় গ্রামের ১৪১ জনের মধ্যে ৫১ জন কোভিডে আক্রান্ত হয়েছেন। গ্রামবাসীদের চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। গ্রামের কারও শারীরিক অবস্থা খারাপ হলে সাতপুলি কোভিড কেয়ার সেন্টারে নিয়ে যাওয়ার জন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। গ্রামটির পাশের গ্রামেও ৬ জনের করোনা ধরা পড়েছে। প্রসঙ্গত, করোনার দ্বিতীয় ঢেউতে দেখা যাচ্ছে দেশের গ্রামাঞ্চলে করোনা কেসের সংখ্যা বাড়ছে।
গতকাল, শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন গ্রামাঞ্চলে দ্রুত কোভিড অতিমারি ছড়াচ্ছে এবং রাজ্য সরকারগুলিকে গ্রামাঞ্চলে করোনা সংক্রমণ ঠেকাতে দ্রুত ব্যবস্থা নিতে হবে। করোনা নিয়ে গ্রামাঞ্চলে সচেতনা তৈরি করতে পঞ্চায়েতের ভূমিকারও কথাও উল্লেখ করেন তিনি।