Bihar: পুলিশ স্টেশনে কয়েদিদের নিয়ে মদের আসর বসানোর জের, গ্রেফতার ২ পুলিশকর্মী
বৃহস্পতিবার তাঁর কাছে একজন একটি ভিডিয়ো পাঠান। তাতে দেখা যায় যে লকআপের মধ্যেই মদ্যপান করছে পাঁচ ব্যক্তি। সেই অনুযায়ী রেড করা হয়। তাতে পাঁচজন হাতেনাতে ধরার পাশাপাশি পাঁচ লিটার মদ ও মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়।
পালিগঞ্জ: পুলিশ স্টেশনের আফগারি বিভাগের (Excise Department) অফিসের লকআপের (lockup) মধ্যে পাঁচ কয়েদিকে নিয়ে মদের আসর (liquor party) বসিয়ে ছিল। এর জেরে দুই পুলিশকর্মীকে গ্রেফতার করা হল। ঘটনাটি ঘটেছে বিহারের (Bihar) পালিগঞ্জে (Paliganj)। যে রাজ্যে মদ কেনা ও খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ সেখানে এই ধরনের ঘটনা ঘটেছে শুনে তাজ্জব হয়ে গেছে সবাই।
পুলিশ সূত্রে খবর, গত মঙ্গলবার দুপুরে পালিগঞ্জ পুলিশ স্টেশন এলাকা থেকে পাঁচজন ব্যক্তিকে গ্রেফতার করে আফগারি দপ্তরের আধিকারিকরা। তারপর তাদের পালিগঞ্জ পুলিশ হেফাজতে রাখা হয়েছিল। রাতে ওই থানার সিনিয়র অফিসারদের কাছে খবর যায় যে লকআপের মধ্যেই ওই পাঁচ কয়েদিকে নিয়ে মদের আসর বসিয়েছেন কয়েকজন পুলিশকর্মী।
বিষয়টি কানে যেতেই পালিগঞ্জের এএসপি অবধেশ দীক্ষিত সঙ্গে সঙ্গে একটি পুলিশ টিম তৈরি করে অবিলম্বে ওই থানায় রেড করার নির্দেশ দেন। তাঁর নির্দেশ মতো পুলিশের একটি দল রাতেই হানা দেয় পালিগঞ্জ থানার ওই লকআপে। আর তাতেই হাতেনাতে ধরা পড়ে অভিযুক্তরা। ঘটনাস্থল থেকে পাঁচ লিটার মদও বাজেয়াপ্ত করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে থানায় কর্তব্যরত দুই পুলিশকর্মীকেও।
এপ্রসঙ্গে অবধেশ দীক্ষিত জানান, বৃহস্পতিবার তাঁর কাছে একজন একটি ভিডিয়ো পাঠান। তাতে দেখা যায় যে লকআপের মধ্যেই মদ্যপান করছে পাঁচ ব্যক্তি। সেই অনুযায়ী রেড করা হয়। তাতে পাঁচজন হাতেনাতে ধরার পাশাপাশি পাঁচ লিটার মদ ও মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়। ইতিমধ্যেই একটি এফআইআর (FIR) দায়ের করে ঘটনাটির তদন্ত শুরু করা হয়েছে।