Uttar Pradesh: আচমকা সিলিন্ডার ফেটে বিপত্তি, মৃত পরিবারের ৫ সদস্য, আহত ৮

শুধু তাই নয় তিনি আরও জানান, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দ্রততার সঙ্গে উদ্ধারকাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছিলেন।

সিলিন্ডার ফেটে বিপত্তি (ছবিঃANI)

নয়াদিল্লিঃ উত্তরপ্রদেশের(Uttar Pradesh) বুলেন্দরশহরে ভয়াবহ দুর্ঘটনা। সিলিন্ডার ফেটে(Cylinder Blast) মৃত্যু ৮ জনের। ঘটনাটি ঘটেছে সোমবার। সিকান্দ্রাবাদের(Sikandrabad) আশাপুরী কলোনির একটি বাড়িতে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনার সময় ওই বাড়িতে উপস্থিত ছিলেন কমপক্ষে ১৮ থেকে ১৯ জন। তাঁদের মধ্যে ৮ জনকে উদ্ধার করা গিয়েছে। তাঁদের মধ্যে বেশকিছু জনের অবস্থা আশঙ্কাজনক। বাকি ৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর। বুলেন্দরশহরের জেলাশাসক চন্দ্র প্রকাশ সিং সংবাদসংস্থা এএনআইকে বলেন, "আশাপুরী কলোনি এলাকার একটি সোমবার রাত ৯ টা নাগাদ বাড়িতে সিলিন্ডার ফেটে দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। আহত ৮। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসা চলছে। দমকল, পৌরসভার কর্মী এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর জওয়ানরা দ্রুততার সঙ্গে উদ্ধারকাজ চালিয়েছে।" শুধু তাই নয় তিনি আরও জানান, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দ্রততার সঙ্গে উদ্ধারকাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছিলেন। কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখার চেষ্টা চলছে।

আচমকা সিলিন্ডার ফেটে বিপত্তি, মৃত পরিবারের ৫ সদস্য, আহত ৮