COVID-19 In Maharashtra: মহারাষ্ট্রে ডেল্টা প্লাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ৫, মোট আক্রান্ত ৬৬
মহারাষ্ট্রে (Maharashtra) করোনার ডেল্টা প্লাস রূপে (Delta Plus variant) আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৫। গোটা রাজ্যে ডেল্টাতে আক্রান্তের সংখ্যা ৬৬। তাঁদের মধ্যে কয়েকজনকে সম্পূর্ণ টিকা দেওয়া হয়েছে। শুক্রবার রাজ্যের স্বাস্থ্য দফতর জানিয়েছে, ডেল্টা প্লাসে মোট আক্রান্তদের মধ্যে সাতজনের বয়স ১৮ বছরের কম।
মুম্বই, ১৪ অগাস্ট: মহারাষ্ট্রে (Maharashtra) করোনার ডেল্টা প্লাস রূপে (Delta Plus variant) আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৫। গোটা রাজ্যে ডেল্টাতে আক্রান্তের সংখ্যা ৬৬। তাঁদের মধ্যে কয়েকজনকে সম্পূর্ণ টিকা দেওয়া হয়েছে। শুক্রবার রাজ্যের স্বাস্থ্য দফতর জানিয়েছে, ডেল্টা প্লাসে মোট আক্রান্তদের মধ্যে সাতজনের বয়স ১৮ বছরের কম।
কোভিডের ডেল্টা প্লাস রূপ অত্যন্ত সংক্রামক বলে জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। জুলাইয়ের শেষ সপ্তাহে ডেল্টা প্লাসে আক্রান্ত হয়ে মুম্বইয়ে ৬৩ বছরের এক মহিলার মৃত্যু হয়। তিনি টিকার দু'টি ডোজই নিয়েছিলেন। ওই মহিলার দু'জন পরিচিতও পরে ডেল্টা প্লাসে আক্রান্ত হন বলে জানা গিয়েছে। আরও পড়ুন: Nasal Vaccine: ভারত বায়োটেকের তৈরি নাসাল টিকা দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন পেল
ডেল্টা প্লাসে আক্রান্ত হয়ে মৃতদের পাঁচজনের মধ্যে দু'জন রোগী মহারাষ্ট্রের রত্নগিরি জেলার বাসিন্দা। বাকি তিনজনের বাড়ি রায়গড়, বিড ও মুম্বাইয়ে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, উত্তর মহারাষ্ট্রের জলগাঁও জেলায় ডেল্টা প্লাসে আক্রান্ত সর্বাধিক ১৩ জন রোগী। এরপর রয়েছে রত্নগিরি, সেখানে ১২ জন আক্রান্ত। মুম্বইয়ে ডেল্টা প্লাসে আক্রান্ত ১১ জন। ৬৬ জনের মধ্যে ৩৩ জনের বয়স ১৯-৪৫ বছরের মধ্যে, ১৮ জনের বয়স ৪৬-৬০ বছরের মধ্যে, ৮ জনের বয়স ৬০ বছরের ঊর্ধ্বে, ৭ জনের বয়স ১৮ বছরের কম। ডেল্টা প্লাসে আক্রান্তদের মধ্যে ৩৪ জনই মহিলা।