Rules Changed From 1st March: মার্চের শুরুতেই যে ৫ টি বদল বাড়াবে আপনার খরচ
মার্চ মাস থেকেই বেশ কিছু ক্ষেত্রে বাড়তে চলেছে দাম। বেশ কিছু নিয়মেও বদল আনছে সরকার
মার্চ মাস মানেই সরকার হোক বা কোম্পানি সবেরই ইয়ার এন্ডিং। আর এই মার্চের শুরুতেই পরিবর্তন হতে চলেছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জিনিসের যা আপনার জীবন তো বটেই পকেটেও আনবে পরিবর্তন। সরকারের পক্ষ থেকে বেশ কিছু নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে । কি সেই নতুন ৫ টি জিনিস একনজরে দেখে নিই।
এলপিজি গ্যাসের দাম-
গ্যাসের দাম বৃদ্ধি বর্তমান দিনে এক সাধারন ঘটনায় পরিনত হয়েছে। প্রতি মাসেই গ্যাসের দাম বৃদ্ধি বা কমার মূল্য নির্ধারিত হয়। এবং সরকার নিয়ন্ত্রিত সংস্থাগুলি বাজারের মূল্যদর অনুযায়ী দাম বৃদ্ধি করেন। এবারও তার অন্যথা হয়নি। মার্চের শুরুতেই ডোমেস্টিক গ্যাসের দাম বেড়েছে ৫০ টাকা অবধি। দিল্লিতে ডোমেস্টিক গ্যাসের বর্তমান দাম প্রতি ১৪,২ কেজি সিলিন্ডারে ১১০৩ টাকা। যেখানে ১৯ কেজি কমার্শিয়াল সিলিন্ডারের ক্ষেত্রে দাম বেড়েছে ৩৫০.৫০ টাকা। অর্থাৎ প্রতি সিলিন্ডারের জন্য আপনাকে দিতে হবে ২১১৯.৫০ টাকা।
ব্যাঙ্ক লোন-
মুদ্রাস্ফীতি রুখতে ব্যাঙ্কের পক্ষ থেকে নেওয়া হয়েছে বেশ কিছু পদক্ষেপ। ফ্রেব্রুয়ারীর ৮ তারিখে ইতিমধ্যেই বাড়ানো হয়েছে রেপো রেট। এর পাসাপাশি বহু ব্যাঙ্ক এর মধ্যেই বাড়িয়েছে মার্জিনাল কস্ট অফ ফান্ডিং বেস লেন্ডিং রেট (MCLR)। ব্য়াঙ্ক এবার থেকে রিটেল লোন এবং তার স্থায়িত্বের ক্ষেত্রেও সুদ নেবে বলে জানা গেছে। এর প্রভাবে লোনের স্থায়িত্ব যত বেশি হবে ত বাড়বে ইএমআই দেওয়ার চার্জ।
ট্রেনের সসময়সূচি-
মার্চ মাস থেকে পরিবর্তন হতে পারে একাধিক ট্রেনের সময়সূচির। উৎসবের শুরুতে পর্যটকদের ভিড় বাড়ে। তাই সেই সুবিধার্থে বেশ কিছু ট্রেনে বদল আনতে পারে ট্রেন কতৃপক্ষ। এবিপি নিউজের তরফ থেকে জানা গেছে মার্চে প্রায় ৫০০০ মালগাড়ি এবং প্যাসেঞ্জার ট্রেনে পরিবর্তন আনবে রেল কতৃপক্ষ।
ব্যাঙ্ক হলিডে-
মার্চ মাসে বিভিন্ন ছুটি উপলক্ষ্যে ১২ দিন বন্ধ থকবে ব্যাঙ্ক। হোলি, চৈত্র নবরাত্রি, চতুর্থ শনিবার এবং রবিবার মিলে মোট ১২ দিন ছুটি থাকবে ব্যাঙ্ক। তাই ব্যাঙ্কের কোন কাজ থাকলে আগে ছুটির দিনগুলি দেখে নেওয়া ভাল।
সোশ্যাল মিডিয়ায় পরিবর্তন
মার্চ মাস থেকে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু পরিবর্তন আনতে চলেছে ভারত সরকার। এবার থেকে ধর্মীয় উসকানিমূলক পোস্ট করলে এবং সাম্প্রদায়িক হিংসামূলক তথ্য সোশ্যাল মিডিয়ায় দিলে পড়তে হহতে পারে আইনি গেরোয়। তার জন্য সংস্থাগুলিকে ভারতের আইটি রুলস মেনে চলার কথা বলা হয়েছে। ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করলে দিতে হতে পারে জরিমানাও।