পাকিস্তানি এজেন্টদের সিম কার্ড সরবরাহ করার অভিযোগ, অসম থেকে ধৃত ৫

পাকিস্তানি এজেন্টদের ভারতীয় সিম কার্ড সরবরাহ করত। এই অভিযোগে অসমের নওগাঁও ও মরিগাঁও জেলা থেকে পাঁচজনকে গ্রেফতার (Arrest) করল পুলিশ।

প্রতীকী ছবি

গুয়াহাটি: পাকিস্তানি এজেন্টদের (Pakistan Agents) ভারতীয় সিম কার্ড (Indian SIM Cards) সরবরাহ (Supply) করত। এই অভিযোগে অসমের (Assam) নওগাঁও (Nagaon) ও মরিগাঁও (Morigaon) জেলা থেকে পাঁচজনকে গ্রেফতার (Arrest) করল পুলিশ।

এপ্রসঙ্গে বুধবার অসম পুলিশের এক মুখপাত্র জানান, ধৃতদের কাছ থেকে একাধিক মোবাইল ফোন, সিম কার্ড ও বিদেশি দূতাবাসের কাছে প্রতিরক্ষা মন্ত্রকের তথ্য পাচার করার প্রয়োজনীয় হ্যান্ডসেট-সহ বিভিন্ন আপত্তিকর জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে।

প্রশান্ত ভুইঞাঁ নামে ওই মুখপাত্র আরও জানান, আইবি-সহ বিভিন্ন তদন্তকারী সংস্থা মারফত গোপন সূত্রে ছিল, নওগাঁও এবং মরিগাঁওয়ের কমপক্ষে ১০ জন ব্যক্তি মাঝে মধ্য়েই বিভিন্ন কোম্পানির সিম কিনে কিছু পাকিস্তানি এজেন্টের কাছে সরবরাহ করছে। এর ফলে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন হচ্ছে।  এই খবরের ভিত্তি মঙ্গলবার রাতে তল্লাশি অভিযান চালানো হয়। এতে পাঁচজন ধরা পড়ে। আর বাকি পাঁচজন পালিয়ে যায়।

ধৃতরা হল নওগাঁওয়ের আশিকুল ইসলাম, বদরউদ্দিন, মিজানুর রহমান ও ওয়াহিদুজ জামান এবং মরিগাঁওয়ের বাহারুল ইসলাম। ধৃতদের বাড়ির পাশাপাশি বাকি পাঁচজনের বাড়িতে তল্লাশি চালিয়ে ১৮টি মোবাইল ফোন, ১৩৬টি সিম, একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, একটি অত্যাধুনিক সিপিইউ এবং একাধিক বার্থ সার্টিফিকেট, পাসবুক এবং ফোটো পাওয়া গেছে।

জেরায় জানা গেছে, ধৃত আশিকুল ইসলাম একটি মোবাইল হ্যান্ডসেট ব্যবহার করছিল যাতে দুটি আইএমইআই নম্বর ছিল। এই দুটি নম্বর ব্যবহার করে হোয়াটস অ্যাপ কলের মাধ্যমে একটি বিদেশি দূতাবাসকে ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য (Defence information) সরবরাহ করত। আরও পড়ুন: Tripura CM Manik Saha: ত্রিপুরায় শপথ মুখ্যমন্ত্রী মানিক সাহার, উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবার সামনে কী চ্যালেঞ্জ

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now