4 Years of Uri Attack: আজ উরি হামলার চার বছর, দেখে নিন শহিদ বীর জওয়ানদের নাম
আজ উরি হামলার (Uri Attack) চার বছর হল। ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর জম্মু এবং কাশ্মীরের (Jammu And Kashmir) উরি এলাকায় ভারতীয় সেনাবাহিনীর একটি সেনাঘাঁটিতে হামলা চালায় ৪ জঙ্গি। হামলায় ১৮ জন জওয়ান শহিদ হন। অন্তত ৩০ জন জওয়ান জখম হন। সেনা-জঙ্গি সংঘর্ষ চলেছিল ৬ ঘণ্টা ধরে। ভোর সাড়ে ৫ টা নাগাদ যখন বেশিরভাগ জওয়ান তাঁবুতে ঘুমাচ্ছিল সেই সময় হামলা চালায় জঙ্গিরা।
নতুন দিল্লি, ১৮ সেপ্টেম্বর: আজ উরি হামলার (Uri Attack) চার বছর হল। ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর জম্মু এবং কাশ্মীরের (Jammu And Kashmir) উরি এলাকায় ভারতীয় সেনাবাহিনীর একটি সেনাঘাঁটিতে হামলা চালায় ৪ জঙ্গি। হামলায় ১৮ জন জওয়ান শহিদ হন। অন্তত ৩০ জন জওয়ান জখম হন। সেনা-জঙ্গি সংঘর্ষ চলেছিল ৬ ঘণ্টা ধরে। ভোর সাড়ে ৫ টা নাগাদ যখন বেশিরভাগ জওয়ান তাঁবুতে ঘুমাচ্ছিল সেই সময় হামলা চালায় জঙ্গিরা।
সীমান্ত পেরিয়ে চার জইশ জঙ্গি সেনা ছাউনিতে ঢুকে এলোপাথারি গুলি চালাতে থাকে। একে ৪৭ রাইফেল ও প্রচুর গ্রেনেড নিয়ে ঢুকেছিল জঙ্গিরা। উরি হামলার ১০ দিন পরে ২৮ সেপ্টেম্বর মধ্যরাতে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক চালায় ভারত। স্পেশাল ফোর্সের কমান্ডোরা পাকিস্তান অধিকৃত কাশ্মীরের তিন কিলোমিটার অবধি ভিতরে প্রবেশ করে। জঙ্গি লঞ্চপ্যাডগুলিতে হামলা চালানো হয়।
উরি হামলায় শহিদ জওয়ানাদের তালিকা:
- সুবেদার করনাইল সিং
- হাভিলদার রবি পল
- সেপাই রাকেশ সিং
- সেপাই জাভরা মুন্ডা
- সেপাই নাইমন কুজুর
- সেপাই উয়েক জানরাও
- হাভিলদার এনএস রাওয়াত
- সেপাই গণেশ শঙ্কর
- নায়েক এসকে বিদার্থী
- সেপাই বিশ্বজিৎ ঘোড়াই
- ল্যান্স নায়েক জি শঙ্কর
- জি দালাই
- ল্যান্স নায়েক আর কে যাদব
- সেপাই হরিন্দর যাদব
- সেপাই টি এস সোমনাথ
- হাভিলদার অশোক কুমার সিং
- সিপাই রাজেশ কেআর সিং
- সেপাই কেভি জনার্ধন