Terrorist killed in J&K: গতরাত থেকে সকাল পর্যন্ত অভিযান, কাশ্মীরে নিহত ৪ জঙ্গি; ধৃত ১

গতরাত থেকে আজ সকাল পর্যন্ত জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) বিভিন্ন জায়গায় নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে নিকেশ চার জঙ্গি (Terrorists)। গত রাতে পুলওয়ামার চেওয়াক্লান এলাকায় একটি এনকাউন্টার শুরু হয়। সেখানে এক পাকিস্তানি-সহ জইশ-ই-মহম্মদ জঙ্গি গোষ্ঠীর দু'জন সন্ত্রাসবাদী নিহত হয়। এরপর আজ সকালে গান্দেরবালের সার্চ এলাকায় একটি এনকাউন্টার শুরু হয়। সেখানে একজন লস্কর জঙ্গি নিকেশ হয়েছে। পুলিশ ও নিরাপত্তা বাহিনী ওই এলাকায় এখনও অভিযান চালাচ্ছে। এছাড়াও হান্দওয়াড়াতেও একজন জঙ্গি নিকেশ হয়েছে।

Terrorist killed in J&K encounter (Photo: ANI)

শ্রীনগর, ১২ মার্চ: গতরাত থেকে আজ সকাল পর্যন্ত জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) বিভিন্ন জায়গায় নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে নিকেশ চার জঙ্গি (Terrorists)। গত রাতে পুলওয়ামার চেওয়াক্লান এলাকায় একটি এনকাউন্টার শুরু হয়। সেখানে এক পাকিস্তানি-সহ জইশ-ই-মহম্মদ জঙ্গি গোষ্ঠীর দু'জন সন্ত্রাসবাদী নিহত হয়। এরপর আজ সকালে গান্দেরবালের সার্চ এলাকায় একটি এনকাউন্টার শুরু হয়। সেখানে একজন লস্কর জঙ্গি নিকেশ হয়েছে। পুলিশ ও নিরাপত্তা বাহিনী ওই এলাকায় এখনও অভিযান চালাচ্ছে। এছাড়াও হান্দওয়াড়াতেও একজন জঙ্গি নিকেশ হয়েছে।

আইজিপি কাশ্মীর বিজয় কুমার বলেছেন, "আমরা গতকাল রাতে চার-পাঁচ জায়গায় যৌথ অভিযান শুরু করেছি। এখনও পর্যন্ত পুলওয়ামায় এক পাকিস্তানি-সহ জইশ-ই-মহম্মদের দু'জন, গান্দেরবাল ও হান্দওয়াড়ায় লস্করের একজন করে সন্ত্রাসবাদী নিহত হয়েছে। এছাড়াও একজন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। হান্দওয়াড়া ও পুলওয়ামায় এনকাউন্টার শেষ হয়েছে।"

বিজয় কুমার আরও জানিয়েছেন যে পুলওয়ামা এনকাউন্টারে নিহত হওয়া পাকিস্তানি জঙ্গি জেএম কমান্ডার কামাল ভাই। সে ২০১৮ সাল থেকে উপত্যকায় সক্রিয় ছিল।