Mujra Party: মুজরা পার্টি থেকে আপত্তিকর অবস্থায় গ্রেফতার ৫২, উদ্ধার চার বৃহন্নলা
পুলিশের খাতা থেকে নাম কাটা যাওয়ার আনন্দে বন্ধু-বান্ধবদের নিয়ে ফূর্তির আসর বসিয়েছিল বাবা খান নামের এক ব্যক্তি। হায়দরাবাদের শামশাবদ এলাকার এক ফার্ম হাউসে বসে 'মুজরা পার্টি'।
হায়দরাবাদ, ৭ নভেম্বর: পুলিশের খাতা থেকে নাম কাটা যাওয়ার আনন্দে বন্ধু-বান্ধবদের নিয়ে ফূর্তির আসর বসিয়েছিল বাবা খান নামের এক ব্যক্তি। তেলঙ্গনার হায়দরাবাদের শামশাহবাদ এলাকার এক ফার্ম হাউসে বসে 'মুজরা পার্টি'। সুন্দরী মহিলাদের নাচিয়ে হিসেবে ভাড়া করে নিয়ে চলছিল জোর নাচ-গান। আসলে বাবা খান নামের ওই ব্যক্তি নিজেকে শুধরে সমাজের মূল স্রোতে ফিরেছেন বলে, পুলিশ তাদের খাতা থেকে বাবা খানের নাম কেটে দেয়। সেই খুশিতে মুজরা পার্টিতে দেয় সে। আর সেই পার্টি থেকেই আপত্তিকর অবস্থায় ৫২জনকে গ্রেফতার করা হল।
মুজরা পার্টি থেকে নিষিদ্ধ মাদকের পাশাপাশি মিলল হুকার পাত্র, চারটি বড় ছোরা, ৪৯টি সিম ছাড়া মোবাইল ফোন সেট। কয়েকজন মহিলাকেও আপত্তিজনক অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া কয়েকজন মহিলা দেহ ব্যবসার সঙ্গে জড়িত বলে পুলিশ জানায়। এই মুজরা পার্টি থেকে চারজন বৃহন্নলাকেও উদ্ধার করা হয়। আরও পড়ুন-ট্রেনে ব্যাগ তল্লাশিতে কিলিবিল করে বেরিয়ে এলেন তেনারা, সাপ পাচারের দায়ে ধৃত মহিলা
দেখুন টুইট
পুলিশ জানায় গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে ইয়াসিন, মেহেবুব, আজহার এবং সোহেল নামের চার দাগী আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বিশেষ সূত্রে খবর পেয়ে বাবা খানের ফার্ম হাউসে হানা দেয় হায়দরাবাদের মালিরদেবপল্লীর পুলিশ।