IPL Auction 2025 Live

Earthquake: ৪.৫ রিখটার স্কেলে কেঁপে উঠল লাদাখ

কার্গিল (Kargil) থেকে ১১৯ কিলোমিটার গভীরে উত্তর-উত্তরপশ্চিমে বৃহস্পতিবার মাঝারি ভূমিকম্প (Earthquake) হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৫। ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ৯০ কিলোমিটার গভীরে বৃহস্পতিবার দুপুর ১.১১ নাগাদ কম্পন অনুভূত হয়।

ভূমিকম্প(Photo Credits: PTI)।

লাদাখ, ২ জুলাই: কার্গিল (Kargil) থেকে ১১৯ কিলোমিটার গভীরে উত্তর-উত্তরপশ্চিমে বৃহস্পতিবার মাঝারি ভূমিকম্প (Earthquake) হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৫। ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ৯০ কিলোমিটার গভীরে বৃহস্পতিবার দুপুর ১.১১ নাগাদ কম্পন অনুভূত হয়। আরও পড়ুন:

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, কার্গিল থেকে ১১৯ কিলোমিটার গভীরে উত্তর-উত্তরপশ্চিমে লাদাখে ১ টার কিছু পরে কম্পন অনুভূত হয়। যদিও এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর মেলেনি। যদিও ভূমিকম্পের জেরে এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

গত মঙ্গলবার ৪.৬ রিখটার স্কেলে কেঁপে উঠেছিল জম্মু-কাশ্মীরের মাটি। এরপর ফের বৃহস্পতিবার লাদাখে প্রায় সেই একইমাত্রায় কম্পন অনুভূত হয়।