Child Pornography: ৩৭৭টি শিশু পর্নোগ্রাফি সাইট বন্ধ করা হয়েছে, রাজ্যসভায় জানালেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি
৩৭৭টি চাইল্ড পর্নোগ্রাফি সাইট (child porn site) বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। রাজ্যসভায় এই তথ্য জানান কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Irani)। তিনি আরও জানান যে এই চাইল্ড পর্নোগ্রাফির প্রচার করার কারণে ৫০ জন ব্যক্তির বিরুদ্ধে এফআইআর (FIR) করা হয়েছে। এআইএডিএমকে (AIADMK) সাংসদ বিজিলা সত্যনাথের এক প্রশ্নের উত্তরে একথা জানান স্মৃতি ইরানি। এআইএডিএমকে সাংসদ জিরো আওয়ারে মোবাইল ফোন এবং ইন্টারনেটে পর্নোগ্রাফির সহজ অ্যাক্সেসের কারণে শিশু নির্যাতনের ঘটনা বাড়ার বিষয়টি উত্থাপন করেন।
নতুন দিল্লি, ২৯ নভেম্বর: ৩৭৭টি চাইল্ড পর্নোগ্রাফি সাইট (child porn site) বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। রাজ্যসভায় এই তথ্য জানান কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Irani)। তিনি আরও জানান যে এই চাইল্ড পর্নোগ্রাফির প্রচার করার কারণে ৫০ জন ব্যক্তির বিরুদ্ধে এফআইআর (FIR) করা হয়েছে। এআইএডিএমকে (AIADMK) সাংসদ বিজিলা সত্যনাথের এক প্রশ্নের উত্তরে একথা জানান স্মৃতি ইরানি। এআইএডিএমকে সাংসদ জিরো আওয়ারে মোবাইল ফোন এবং ইন্টারনেটে পর্নোগ্রাফির সহজ অ্যাক্সেসের কারণে শিশু নির্যাতনের ঘটনা বাড়ার বিষয়টি উত্থাপন করেন।
শিশু নির্যাতনের বিষয়টি উল্লেখ করে পর্নোগ্রাফি সংক্রান্ত ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগমাধ্যম সম্পূর্ণ নিষেধাজ্ঞার দাবি জানান তামিলনাড়ুর সাসংদ। রাজ্যসভার চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নাইডুও শিশু নির্যাতনের ঘটনা বাড়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। এই বিষয়ে পদক্ষেপ নেওয়া জরুরি বলে তিনি জানান। আরও পড়ুন: Pragya Singh Thakur: নাথুরাম গডসেকে দেশপ্রেমিক বলায় সংসদে ক্ষমা চাইলেন সাধ্বী প্রজ্ঞা
চলতি বছরের অগাস্টে শিশুদের ওপর যৌন নির্যাতন রোধে পকসো আইনে সংশোধনী বিল (Sexual Offences (Amendment) Bill) পাস হয়েছে। নতুন সংশোধনী অনুযায়ী, যারা পর্নোগ্রাফির উদ্দেশ্যে শিশুদের ব্যবহার করলে জরিমানা হবে। এবং পাঁচ বছরের কারাদণ্ডও হতে পারে। এই আইনে বাণিজ্যিক উদ্দেশ্যে পর্নোগ্রাফি মেটেরিয়াল মজুত করলে তিন বছরের কারাদণ্ড বা জরিমানা বা উভয় হতে পারে।