Ankita Bhandari Murder Case: অঙ্কিতা হত্যার তিন চক্রীকে পুলিশ হেফাজতে নিল SIT

অঙ্কিতা ভাণ্ডারি হত্যাকাণ্ডের (Ankita Bhandari Murder Case) প্রধান ৩ অভিযুক্তকে পুলিশি হেফাজতে নিল বিশেষ তদন্তকারী দল SIT। অভিযুক্ত পুলকিত আর্য বনান্তর রিসর্টের মালিক।

Representational image(Photo Credit: ANI)

দেরাদুন, ১ অক্টোবর:  অঙ্কিতা ভাণ্ডারি হত্যাকাণ্ডের (Ankita Bhandari Murder Case)  প্রধান ৩ অভিযুক্তকে  পুলিশি হেফাজতে নিল বিশেষ তদন্তকারী দল SIT। অভিযুক্ত পুলকিত আর্য বনান্তর রিসর্টের মালিক। সেখানেই রিসেপশনিস্ট পদে কাজ করতেন  মৃত অঙ্কিতা ভাণ্ডারি।  পুলকিতের দুষ্কর্মের দুই সহযোগী রিসর্ট ম্যানেজার সৌরভ ভাস্কর ও সহকারী ম্যানেজার অঙ্কিত গুপ্তকে গত ২৩ সেপ্টেম্বর অঙ্কিতাকে হত্যার অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ। এক বিশেষ গ্রাহককে বিশেষ পরিষেবা দিতে অঙ্কিতা রাজি হননি। এই কারণেই তাঁকে হত্যা করা হয়। সেই বিশেষ গ্রাহককে এখনও চিহ্নিত করতে পারেনি পুলিশ। আরও পড়ুন-Kuno National Park: অন্তঃসত্ত্বা আশা, ৭ দশকে প্রথম চিতার জন্ম হতে চলেছে কুনো অভয়ারণ্যে

অঙ্কিতা ভাণ্ডারি হত্যার এফআইআর নিতে অস্বীকার করা  পুলিশ ইনস্পেক্টর বৈভব প্রতাপকে বরখাস্ত করা হয়েছে। তাঁকেও জেরা করছে পুলিশ। খুনে অভিযুক্ত তিনজনকেই অকুস্থলে নিয়ে গিয়ে ফের খুনের দৃশ্য সাজানো হয়। পরে অঙ্কিতা বন্ধুর বয়ান নেয় তদন্তকারী দল। খুনের দিন বন্ধুর সঙ্গে অঙ্কিতার বার্তালাপ হয়েছিল। ৫ জনের দল তৈরি করেই তদন্ত করছে SIT। এই হত্যাকাণ্ডের সুবিচারের প্রতিক্ষায় জনতা  উদ্বিগ্ন। চিল্লা খালে অঙ্কিতার ফোন উদ্ধার হয়েছে। ফোনটি তিনি নিজেই ছুঁড়ে ফেলেছিলেন। ফরেনসিক পরীক্ষার জন্য ফোনটিকে পাঠানো হয়েছে।