Sambhal: সম্ভলের মসজিদ ঘিরে তুমুল বিক্ষোভ, গুলি ছুঁড়তে বাধ্য হয় পুলিশ, নিহত ৩
রবিবার সকাল থেকে জ্বলছে সম্ভল। হিংসাত্মক সংঘর্ষ রুখতে গুলি চালাতে বাধ্য হয় পুলিশ বাহিনী। বিক্ষোভের মাঝে প্রাণ গিয়েছে ৩ জনের। আহত হন বহু।
সম্ভল, ২৪ নভেম্বরঃ শাহী জামা মসজিদের (Shahi Jama Masjid) সমীক্ষা ঘিরে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) সম্ভলে (Sambhal) পুলিশের সঙ্গে ক্ষুব্ধ জনতার বিক্ষোভ বাঁধে। রবিবার সকাল থেকে জ্বলছে সম্বল। হিংসাত্মক সংঘর্ষ রুখতে গুলি চালাতে বাধ্য হয় পুলিশ বাহিনী। বিক্ষোভের মাঝে প্রাণ গিয়েছে ৩ জনের। আহত হন বহু।
মুঘলরা মসজিদ নির্মাণের জন্য একটি মন্দির ভেঙে দিয়েছিল, এমন অভিযোগের ভিত্তিতে আদালতের নির্দেশে রবিবার সকাল সাড়ে ৭টা নাগাদ দ্বিতীয় দফায় সমীক্ষার দল পৌঁছয় শাহী জামা মসজিদে। সমীক্ষার দলকে দেখেই চোটে যান স্থানীয়রা। শ'য়ে শ'য়ে বিক্ষোভকারীরা জড়ো হয় সেখানে। বিক্ষোভকারীদের রুখতে নামানো হয় বিশাল পুলিশ বাহিনী। ধ্বস্তাধস্তির মাঝে পুলিশকে লক্ষ্য করে বিক্ষোভকারীরা এলোপাথাড়ি ইট পাটকেল ছুঁড়তে থাকে। ক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে পালটা কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ। তাও নিয়ন্ত্রণে আনা যায়নি সম্বলের পরিস্থিতি। রাস্তার বহু গাড়িতে আগুন জ্বালিয়ে দেয় ক্ষিপ্ত জনতা। এরপরেই গুলি ছুঁড়তে বাধ্য হয় পুলিশ।
পুলিশের তরফে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হলেও মৃতদের পরিচয় প্রকাশ করা হয়নি। মৃত্যুর কারণ হিসাবে বিক্ষোভকারীরা গুলিকে দায়ী করলেও পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পরেই মৃত্যুর সঠিক কারণ নির্ধারণ করা হবে।
সম্ভলে অশান্তি ছড়ানোর অভিযোগে দুই মহিলা সহ কয়েকজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, ওই মহিলারা ছাদ থেকে পুলিশদের লক্ষ্য করে ঢিল ছুঁড়ছিল। ঘটনায় প্রায় ১৫ জন পুলিশ অফিসার আহত হয়েছেন বলে জানা গিয়েছে।