Punjab Shocker: মর্মান্তিক! রেললাইনে খেলার সময় ট্রেনে কাটা পড়ে মৃত ৩ শিশু

ট্রেনের ধাক্কায় দূরে ছিটকে পড়ে জখম হয় আরও একটু শিশু। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতিটি ছেলেরই বয়স সাত থেকে ১১ বছরের মধ্যে।

প্রতীকী ছবি (Photo Credits: PTI)

রূপনগর: রেললাইনে (Railway Track) খেলার (Playing) সময় ট্রেনে কাটা (crushed) পড়ে মৃত্যু (death) হল তিনজন শিশুর (Children)। রবিবার মর্মান্তিক এই দুর্ঘটনাটি (accident) ঘটেছে পাঞ্জাবের (Punjab) রূপনগরে (Rupnagar) অবস্থিত শ্রী কিরাতপুর সাহিবের (Sri Kiratpur Sahib) কাছে। এই দুর্ঘটনায় জখম হয়েছে আরও এক শিশু।

পুলিশ সূত্রে জানা গেছে, শ্রী কিরাতপুর সাহিবের নিকটস্থ শতদ্রু নদীর (Sutleg river) উপর অবস্থিত ব্রিজের (bridged) কাছে রেললাইনের উপরে খেলা করছিল ওই এলাকায় কাজ করতে আসা পরিযায়ী শ্রমিকদের (migrant labourers) চারটি সন্তান। আচমকা একটি যাত্রীবাহী ট্রেন (Passenger Train) এসে পড়ায় তারা রেললাইন থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু, তাতে তারা সফল হয়নি। তার আগেই তিনটি শিশু ট্রেনের তলায় কাটা পড়ে। আর দূরে ছিটকে পড়ে জখম হয় আরও একটু শিশু। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতিটি ছেলেরই বয়স সাত থেকে ১১ বছরের মধ্যে।



@endif