Rizwana Khan Saifi: হিজাব পরে এভারেস্ট জয় করার চ্য়ালেঞ্জ রিজওয়ানা খান সাইফির
একের পর এক দুর্গম পাহাড়, পর্বত জয় করে সবার বাহবা কোড়াচ্ছেন উত্তরপ্রদেশের হাপুর জেলার পিলখুওয়ার গরীব মুসলিম পরিবারের মেয়ে রিজওয়ানা খান সাইফি
হিজাব পরেই তিনি পাহাড়, পর্বত চড়েন। একের পর এক দুর্গম পাহাড়, পর্বত জয় করে সবার বাহবা কোড়াচ্ছেন উত্তরপ্রদেশের হাপুর জেলার পিলখুওয়ার গরীব মুসলিম পরিবারের মেয়ে রিজওয়ানা খান সাইফি (Rizwana Khan Saifi)। সবাই তাঁকে বলে হিজাবি পর্বতারোহি (Hijabi Mountaineer) নামে। একেবারে গরীব ৬ ভাই-বোনের সংসারে বড় হয়ে ওঠা রিজওয়ানার আর্দশ হলেন মহাকাশচারী কল্পনা চাওলা। কল্পনার মত মহাকাশে ভেসে যেতে না পারলেও, দুনিয়াকে অনেক অনেক উঁচু থেকে দেখাটা তাঁর স্বপ্ন।
গত বছর হিমাচলপ্রদেশের মাউন্ট ডাংমাছান জয় করার পর রিজওয়ানা এবারেস্ট জয় করার যাবতীয় প্রস্তুতি নিয়ে শুরু করেছেন।
দেখুন ভিডিয়ো
২৮ বছরের রিজওয়ানার কাছে সবচেয়ে বড় বাধা হল অর্থ। ওর বাড়িতে ৩ ভাই, ৩ বোন এখনও সেভাবে অর্থ রোজগার করতে পারে না। তবে ওর বাবা ইন্তেজার আলি সাইফি মেয়ের স্বপ্নপূরণের জন্য যাবতীয় চেষ্টা করছেন।