Omicron: গোটা দেশে ওমিক্রনের থাবা, করোনার নয়া প্রজাতিতে সংক্রমিত ২০০ জন, শীর্ষে মহারাষ্ট্র, দিল্লি

এদিকে ওমিক্রন কতটা প্রাণঘাতী? ডেল্টার চেয়ে ওমিক্রন কি বেশি মাত্রায় সংক্রমিত হতে পারে? বেশি প্রাণঘাতী হতে পারে? গোটা বিশ্বের ৩০টি দেশের করোনার এই নয়া প্রজাতি থাবা বসানোর পর এমন প্রশ্নই উঠতে শুরু করেছে।

Covid Situation (Photo Credit: File Photo)

দিল্লি, ২১ ডিসেম্বর: ওমিক্রনে ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা। ওমিক্রন আক্রান্তের সংখ্যা সেঞ্চুরি পার করে এবার ২০০-র ঘর ছুঁয়ে ফেলল। এই মুহূর্তে গোটা দেশে ওমিক্রনে আক্রান্ত ২০০। যার মধ্যে মহারাষ্ট্রে আক্রান্ত ৫৪ জন। দিল্লিতেও (Delhi) ৫৪ জন আক্রান্ত। অন্যদিকে ওমিক্রনের থাবায় তেলাঙ্গানায় আক্রান্ত ২০ জন, কর্ণাটকে ১৯ জন, রাজস্থানে ১৮, কেরলে ১৫ এবং গুজরাটে (Gujrat) আক্রান্ত ১৪ জন। পাশাপাশি সরকারি হিসেব অনুযায়ী গোটা দেশে যে ২০০ জনের শরীরে ওমিক্রন থাবা বসিয়েছে, তার মধ্যে ৭৭ জন বিদেশ থেকে এসেছেন। ওমিক্রন যেভাবে হু হু করে বিভিন্ন রাজ্যে থাবা বসাতে শুরু করেছে, তা নিয়ে চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে কেন্দ্রীয় সরকারের কপালে।

এদিকে ওমিক্রন কতটা প্রাণঘাতী? ডেল্টার চেয়ে ওমিক্রন কি বেশি মাত্রায় সংক্রমিত হতে পারে? বেশি প্রাণঘাতী হতে পারে? গোটা বিশ্বের ৩০টি দেশের করোনার (COVID 19) এই নয়া প্রজাতি থাবা বসানোর পর এমন প্রশ্নই উঠতে শুরু করেছে। সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, ওমিক্রনের প্রভাবে গ্রেট ব্রিটেনে ১২ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে (Hospital) ভর্তি ১০৪ জন। ব্রিটেনে করোনার এই নয়া ভ্যারিয়েন্ট যখন মৃত্যুর সংখ্যা বাড়াতে শুরু করেছে, তখন ওমিক্রন (Omicron) নিয়ে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন।

ভাইরাস বিশেষজ্ঞদের কথায়, আমেরিকা, ইউরোপ এবং ব্রিটেনে ক্রমাগত থাবা বসাতে শুরু করেছে ওমিক্রন। ফলে ২৫ ডিসেম্বর থেকে বছর শেষের পার্টি কিংবা বৎসবরণ, সবেতেই নিষেজ্ঞাধা জারি হচ্ছে ক্রমাগত। ওমিক্রন যাতে ছড়িয়ে পড়তে না পারে, তার জন্য আমেরিকা (US), ইউরোপ এবং ব্রিটেন (Britain) জুড়ে ফের নতুন করে লকডাউন শুরু হবে কি না, তা নিয়েও চলছে জোর আলোচনা।