Jammu & Kashmir: কাকভোরে জম্মু কাশ্মীরের সোপিয়ানে সেনার গুলিতে নিকেশ ২ জঙ্গি, এনকাউন্টার অব্যাহত
সোপিয়ানের সুগু এলাকার একটি আপেল বাগানে লুকিয়ে আছে জঙ্গির দল। বুধবার রাত দেড়টা নাগাদ গোপন সূত্রে এই খবর পেয়েই জম্মু ও কাশ্মীর পুলিশের সঙ্গে যৌথ উদ্যোগে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। অভিযান শুরু হতেই লুকিয়ে থাকা জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। ততক্ষণে গোটা এলাকা ঘিরে ফেলেছে যৌথ বাহিনী। মোট তিনজন জঙ্গি সেই চক্রব্যুহে আটকে পড়ে। ইতিমধ্যেই দুই জঙ্গিকে নিকেশ করেছে সেনা। তবে হতরা কোন জঙ্গি সংগঠনের তা এখনও জানা যায়নি। তবে বাকি জঙ্গির যে সেনা পুলিশের ঘেরাটোপ থেকে বেরোবার পথ নেই তা বলাই বাহুল্য।
সোপিয়ান, ১০ জুন: সোপিয়ানের সুগু এলাকার একটি আপেল বাগানে লুকিয়ে আছে জঙ্গির দল। বুধবার রাত দেড়টা নাগাদ গোপন সূত্রে এই খবর পেয়েই জম্মু ও কাশ্মীর পুলিশের সঙ্গে যৌথ উদ্যোগে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। অভিযান শুরু হতেই লুকিয়ে থাকা জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। ততক্ষণে গোটা এলাকা ঘিরে ফেলেছে যৌথ বাহিনী। মোট তিনজন জঙ্গি সেই চক্রব্যুহে আটকে পড়ে। ইতিমধ্যেই দুই জঙ্গিকে নিকেশ করেছে সেনা। তবে হতরা কোন জঙ্গি সংগঠনের তা এখনও জানা যায়নি। তবে বাকি জঙ্গির যে সেনা পুলিশের ঘেরাটোপ থেকে বেরোবার পথ নেই তা বলাই বাহুল্য।
অবশিষ্ট জঙ্গিকে খতম করতে গুলি লড়াই অব্যাহত রয়েছে। রবিবার থেকে এ পর্যন্ত শুধু সোপিয়ানেই হল তিন নম্বর এনকাউন্টার। ২০২০ সালে এখনও পর্যন্ত সেনা পুলিশের গুলিতে নিকেশ হয়েছে ৮০ জন জঙ্গি। সোমবার অনন্তনাগ জেলায় (Anantnag district) এক দল জঙ্গির হামলায় প্রাণ হারালেন জম্মু ও কাশ্মীরের এক সরপঞ্চ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সোমবার। এদিন সন্ধ্যা নাগাদ জঙ্গিদের একটি দল জেলার লুকবাওয়ান এলাকায় রাস্তার উপরে দাঁড়িয়ে গুলি ছুঁড়তে শুরু করে। সেই গুলিতেই প্রাণ হারান কংগ্রেস সরপঞ্চ অজয় পণ্ডিত। ঘটনার কিছুক্ষণের মধ্যেই তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে য়াওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই প্রাণ হারান অজয় পণ্ডিত। যদিও এখনও পর্যন্ত কোনও জঙ্গি গোষ্ঠী এই হামলা ও খুনের ঘটনার দায় স্বীকার করেনি। জানা গিয়েছে মৃত অজয় পণ্ডিত স্থানীয় কংগ্রেস নেতা। একই সঙ্গে তিনি আবার অনন্তনাগের লাকরিপোরা এলাকার সরপঞ্চও। আরও পড়ুন-Mumbai: করোনা আক্রান্তের সংখ্যার বিচারে আঁতুড় ঘর উহানকে টপকে গেল মুম্বই
সোমবার সোপিয়ানে (Shopian district) সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ চার জঙ্গি। তবে এখনই হত জঙ্গিদের পরিচয় জনা যায়নি। গত ২৪ ঘণ্টায় সোপিয়ান জেলায় এই নিয়ে দ্বিতীয়বার সেনা জঙ্গির গুলির লড়াই হল। সোপিয়ানের পিঞ্জোরা এলাকায় আত্মগোপন করে আছে জঙ্গিদের একটি দল। গোপন সূত্রে সেনার কাছে এই খবর ছিল। এর পরেই গোটা এলাকাটি ঘিরে ফেলে তল্লাশি চালাতে শুরু করে ভারতীয় সেনা। লুকিয়ে থাকা জঙ্গিরা প্রাণে বাঁচতে গুলি সেনাকে লক্ষ্যকরে গুলি চালাতে শুরু করলেই পরিস্থিতি এনকাউন্টারে বদলে যায়। সেনার তরফে পাল্টা জবাব শুরু হতেই চার জঙ্গি নিকেশ হয়েছে। গত ২৪ ঘণ্টায় সোপিয়ানে এই নিয়ে ৯ জঙ্গিকে খতম করলে নিরাপত্তা বাহিনী।