Andhra Pradesh Shocker: অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে দুধের গাড়িতে ধাক্কা মারল টেম্পো, মৃত কমপক্ষে ২

দুধের গাড়িতে একটি টেম্পো ধাক্কা মারার জেরে মৃত্যু হল কমপক্ষে ২ জনের। জখম হয়েছেন আরও ৯ জন। রবিবার মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে।

Photo Credits: ANI

তিরুপতি: দুধের গাড়িতে (Milk van) একটি টেম্পো (Tempo) ধাক্কা মারার জেরে মৃত্যু হল (death) কমপক্ষে ২ জনের। জখম হয়েছেন আরও ৯ জন। রবিবার মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) তিরুপতিতে (Tirupati)।

পুলিশ সূত্রে জানা গেছে, একটি টেম্পো আজেরাম্মা মন্দিরের (Anjeramma temple) দিকে যাচ্ছিল আর পুট্টুর (Puttur) থেকে তিরুপতি যাচ্ছিল একটি দুধের গাড়ি। তারা একে অপরকে ধাক্কা মারার জেরে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। মৃতদের নাম গিরজাম্মা ও রেভানাথ।

এপ্রসঙ্গে স্থানীয় পুলিশ ইনস্পেক্টর নভীন জানান, রবিবার তিরুপতি জেলার ভাদামালাপেট (Vadamalapet) এলাকায় মর্মান্তিক ওই পথ দুর্ঘটনাটি (road accident) ঘটেছে। একটি টেম্পো তিরুপতি থেকে আনজেরাম্মা মন্দিরের দিকে যাচ্ছিল। ভাদামালাপেট এলাকার কাছে পুট্টুর থেকে তিরুপতিগামী একটি দুধের গাড়ির সঙ্গে ওই টেম্পোটির মুখোমুখি সংঘর্ষ হয়। এর ফলে দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় দু'জনের আর গুরুতরভাবে জখম হন ৯ জন। তাঁদের সঙ্গে সঙ্গে তিরুপতি রুয়া হাসপাতালে (Tirupati Ruya Hospital) নিয়ে গিয়ে ভর্তি করা হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, টেম্পো চালকের (Tempo driver) গাফিলতির (Negligence) কারণেই মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে। আরও পড়ুন: Noida Shocker: নয়ডা ফিল্ম সিটিতে ফ্যাশান শো চলাকালীন ভেঙে পড়ল আলোর কাঠামো, মৃত যুবতী