Kreeri Enconuter: কাশ্মীরের বারামুল্লায় সেনা ও পুলিশের যৌথ বাহিনীর উপর সন্ত্রাসবাদী হামলা, পাল্টা জবাবে খতম দুই লস্কর জঙ্গি

জম্মু ও কাশ্মীরে ফের নিরাপত্তা বাহিনীর জওয়ানদের উপর সন্ত্রাসবাদী হামলা হল। তবে এবার যৌথ বাহিনীর জওয়ানদের পাল্টা গুলিতে খতম হয়েছে দুই লস্কর-ই-তইবা জঙ্গি। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে বারামুল্লার ক্রিরি এলাকার ওয়ানিগাম পায়েন গ্রামে। মৃতদের কাছ থেকে একে ৪৭, পিস্তল ও গুলি পাওয়া গেছে।

ফাইল ফটো (Photo Credit: IANS)

বারামুল্লা: জম্মু ও কাশ্মীরে ফের নিরাপত্তা বাহিনীর জওয়ানদের উপর সন্ত্রাসবাদী হামলা হল। তবে এবার যৌথ বাহিনীর জওয়ানদের পাল্টা গুলিতে খতম হয়েছে দুই লস্কর-ই-তইবা জঙ্গি (LeT terrorists)। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে বারামুল্লার (Baramulla) ক্রিরি (Kreeri) এলাকার ওয়ানিগাম পায়েন (Wanigam Payeen) গ্রামে। মৃতদের কাছ থেকে একে ৪৭, পিস্তল ও গুলি পাওয়া গেছে।

এপ্রসঙ্গে প্রতিরক্ষা মন্ত্রকের জনসংযোগ আধিকারিক (শ্রীনগর) জানান, গোপন সূত্রে খবর ছিল যে কিছু জঙ্গি বারামুল্লার খেরি এলাকায় লুকিয়ে রয়েছে। সেই অনুযায়ী বারামুল্লার ক্রিরি এলাকায় তল্লাশি চালাচ্ছিল ভারতীয় সেনা (Army) এবং জম্মু ও কাশ্মীর পুলিশের (J&K police) যৌথ বাহিনী। তারা যখন ওয়ানিগাম পায়েন গ্রামে তল্লাশি চালাচ্ছে তখন একটি বাড়িতে লুকিয়ে থাকা জঙ্গিরা তাদের লক্ষ্য করে আচমকা গুলি ছুঁড়তে আরম্ভ করে। পাল্টা জবাব দেন ভারতীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানরাও। (Kreeri Enconuter) উভয় পক্ষের মধ্যে কিছুক্ষণ গুলি চলার পর দুই লস্কর জঙ্গির লাশ উদ্ধার হয়। তাদের নাম সাকির মাজিদ নাজার ও হানান আহমেদ সেহ বলে জানা গেছে।

এই ঘটনার রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার সন্ধ্যায় অনন্তনাগ জেলার বিজবেহেরা এলাকায় নিরাপত্তা বাহিনীর জওয়ানদের উপর গুলি চালায় সন্দেহভাজন জঙ্গিরা। এর ফলে একজন জওয়ান সামান্য জখম হয়েছেন। তাঁকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। গোটা এলাকা ঘিরে চলছে তল্লাশি।

গত মাসে জম্মু ও কাশ্মীরের পুঞ্চে ভারতীয় সেনার ট্রাকে হামলা চালায় পাকিস্তানের মদতপুষ্ট জইশ-ই-মহম্মদের জঙ্গিরা। গ্রেনেড হামলার জেরে ট্রাকে আগুন ধরে। ঝলসে মৃত্যু হয় পাঁচ জওয়ানের। ঈদ উপলক্ষে কাশ্মীরের একটি গ্রামে ফল বিলি করতে যাচ্ছিলেন ওই সেনা জওয়ানরা। এরপরই বহিরাগতদের কাশ্মীরে সরকারের তরফে বাড়ি দেওয়া হলে হামলা চালানো হবে বলে হুমকি দেয় জঙ্গিরা। এই হুমকির পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে সতর্ক করা হয়েছিল লস্কর জঙ্গিরা সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা চালাচ্ছে। যার জেরে সতর্ক রয়েছে প্রশাসন। এই পরিস্থিতির মধ্যেই গত ৪৮ ঘণ্টায় মোট ৪ জন জঙ্গিকে নিকেশ করলেন নিরাপত্তা বাহিনীর জওয়ানরা।