Haryana: গুরুগ্রামের একটি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড! আগুনে পুড়ে মৃত ২, আহত কমপক্ষে ৪ জন
শুক্রবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে হরিয়ানারা গুরুগ্রামে। ঘটনাস্থল দৌলতাবাদ বাণিজ্যিক এলাকার একটি ফায়ারবল উৎপাদন কারখানা (Fireball Manufacturing Factory)। জানা যাচ্ছে, শুক্রবার গভীর রাতে আচমকাই বিকট বিস্ফোরণ ঘটে ওই কারখানায়। সেই সময় কাজ করছিলেন বেশকয়েকজন কর্মী। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশেপাশের বাড়িগুলিও কেঁপে ওঠে। এরপর স্থানীয়রা দমকলে খবর দিলে ঘটনাস্থলে আসে কমপক্ষে ২৪টি ইঞ্জিন। দমকলবাহিনী আগুন নেভানোর কাজ শুরু করলেও কারখানাতে একের পর এক বিস্ফোরণ হতে থাকে। সেই কারণে পরিস্থিতি কোনওভাবেই নিয়ন্ত্রণে আসছিল না বলে জানিয়েছেন এক আধিকারিক।
ফলে আগুন নেভাতে নেভাতে সকাল হয়ে যায়। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেই জানা গিয়েছে। তবে এই ঘটনায় আগুনে পুড়ে মৃত্যু হয়েছে দুজনের। গুরুতর আহত হয়েছেন তিন থেকে চারজন। তাঁদের আপাতত স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। যদিও কারোরই নাম পরিচয় এখনও জানা যায়নি। আগুন কীভাবে লাগলো সেই বিষয়েও এখন স্পষ্টভাবে কিছু জানা যায়নি। আপাতত আগুন নিয়ন্ত্রণে এলেও কুলিং প্রসেসের কাজ চলছে। ওই কারখানার কর্তৃপক্ষ ইতিমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।
দমকল আধিকারিকরা জানিয়েছেন, বিস্ফোরণগুলির কারণেই আগুন আরও ভয়াবহ আকার ধারণ করে। আশেপাশের কয়েকটি বিল্ডিংয়ের দেওয়ালে এই বিস্ফোরণের কারণে ফাঁটল ধরেছে বলে জানা গিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ঘটনার তদন্ত হবে। ঠিক কোন কারণে আগুন লেগেছে সেই বিষয়ে স্পষ্ট জানা যাবে বলে জানিয়েছে দমকল বিভাগ।