Maharashtra: নেশাগ্রস্থ হয়ে বিলাশবহুল গাড়ি চালিয়ে চলন্ত বাইকে ধাক্কা এক কিশোরের

পুণেতে বিলাসবহুল গাড়ির ধাক্কায় মৃত্যু হল দুই বাইক আরোহীর। জানা যাচ্ছে, গত শনিবার গভীর রাতে কল্যানী নগর এলাকায় দ্রুত গতিতে পর্সে (Porsche) গাড়ি চালাচ্ছিল এক কিশোর। জানা যাচ্ছে, চালানোর সময় মদ্যপ অবস্থায় ছিল সে। যার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে এক বাইকে ধাক্কা মারে সে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালক ও এক আরোহীর। গুরুতর জখম হয়েছে ওই কিশোরও। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

গাড়িটি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে পুণে সিটি পুলিশ। বেশ ভালোই ক্ষতিগ্রস্থ হয়েছে বিলাশবহুল এই গাড়িটি। এছাড়া ওই কিশোরকেও গ্রেফতার করা হয়েছে। ঘটনার প্রাথমিক তদন্তে জানা গিয়েছে গাড়ির মালিক ছিল ওই কিশোরের বাবা। ফলে তাঁকেও গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে গ্রেফতার হয়েছে স্থানীয় একটি বারের মালিক। সূত্রের খবর, ওই বারে গিয়ে মদ্যপান করেছিল কিশোরটি। কিন্তু ১৮ বছরের নিচে কাউকে কীভাবে ওই পানশালা ঢোকার অনুমতি দিল সেই নিয়েও উঠছে প্রশ্ন।

জানা যাচ্ছে বারের মালিক এবং কিশোরের বাবার বিরুদ্ধে জুভেনাইল জাস্টিস অ্যাক্টের অধীনে ৭৫ ও ৭৭ ধারায় মামলা রুজু করা হয়েছে। তবে প্রশ্ন হচ্ছে ট্রাফিক ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে কীভাবে ওই কিশোর এত দামী গাড়ি নিয়ে রাস্তায় বেরোলো এবং তখন পুলিশের নজরে বিষয়টি কেন পড়ল না?