Tamil Nadu Fire: তামিলনাড়ুর বাজির গোডাউনে আগুন, জীবন্ত দগ্ধ হয়ে মৃত ২
এই দুর্ঘটনার খবর পাওয়ার পরেই মৃতদের পরিবারপিছু ৩ লক্ষ টাকা করে আর্থিক অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন (TN CM Stalin)। পাশাপাশি জখম ব্যক্তিকেও ২ লক্ষ টাকা দেওয়ার কথা জানিয়েছেন।
ধর্মপুরী: তামিলনাড়ুর (Tamil Nadu) একটি বাজির গোডাউনে (firecracker godown) আগুন (fire) লাগার জেরে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু (dead) হল ২ জনের। জখম হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে ধর্মপুরী জেলার (Dharmapuri district) নাগারাসম্পত্তি (Nagarasampatti) এলাকার কাছে।
খবর পেয়েই ইঞ্জিন (Fire tenders) নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন দমকলের সদস্য ও পুলিশকর্মীরা। আগুন নেভানোর পাশাপাশি মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। জখম ব্যক্তিকেও ভর্তি করা হয়েছে হাসপাতালে। কী করে আগুন লাগল তার তদন্তও শুরু হয়েছে।
এদিকে এই দুর্ঘটনার খবর পাওয়ার পরেই মৃতদের পরিবারপিছু ৩ লক্ষ টাকা করে আর্থিক অনুদান (ex-gratia amount) দেওয়ার কথা ঘোষণা করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন (TN CM Stalin)। পাশাপাশি জখম ব্যক্তিকেও ২ লক্ষ টাকা দেওয়ার কথা জানিয়েছেন। আরও পড়ুন: Congress MP Rahul Gandhi Arrives In Parliament: সংসদে পৌছলেন রাহুল গান্ধী, লন্ডনের বক্তব্য নিয়ে বিবৃতির সম্ভাবনা