Bihar: ইউটিউব দেখে অস্ত্রোপচার, রোগীর মৃত্যু হতেই হাসপাতালের বিরুদ্ধে এফআইআর দায়ের পরিবারের

ওই হাসপাতালের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এরপর থেকেই পলাতক হাসপাতালের চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীরা। অন্যদিকে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

কৃষ্ণ কুমার সাউ (ছবিঃX)

নয়াদিল্লিঃ পেট ব্যাথায় কাতরাছিল ছেলে। তা দেখে তড়িঘড়ি হাসপাতালে(Hospital) ছুটেছিলেন মা-বাবা। চিকিৎসকেরা(Doctors) জানান অবিলম্বে অস্ত্রোপচার(Operation) করতে হবে। আর অস্ত্রোপচারের পরই মৃত্যু নাবালকের। কিশোরের পরিবারের দাবি ইউটিউব(YouTube) ভিডিয়ো দেখে অস্ত্রোপচার করেছিলেন ডঃ অজিত কুমার পুরী। আর সেই গাফিলতির জেরেই মৃত্যু হয়েছে ওই নাবালকের। ঘটনাটি ঘটেছে বিহারের(Bihar) সরণ জেলার(Saran District) ছাপড়ায়। মৃত কিশোরের নাম কৃষ্ণ কুমার সাউ। বয়স মাত্র ১৫। শনিবার থেকেই অসুস্থ হয়ে পড়ে কৃষ্ণ। ক্রমাগত বমি হতে থাকে। বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা পরীক্ষা করে জানান কিডনিতে পাথর জমেছে, তা অবিলম্বে অস্ত্রোপচার করে বের করতে হবে। অস্ত্রোপচার করতে গিয়ে মৃত্যু হয় ১৫ বছরের কিশোরের। এরপরই ক্ষোভে ফেটে পড়ে মৃতের পরিবার। মৃত কিশোরের বাবা চন্দন সাউয়ের অভিযোগ, অজিত কুমার পুরী নামক চিকিৎসক ইউটিউব দেখে অস্ত্রোপচার করেছিলেন। তাঁর গাফিলতির জন্যই ছেলের মৃত্যু হয়েছে। ওই চিকিৎসক আদৌ আসল কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেছে মৃতের পরিবারের সদস্যরা। ওই চিকিৎসক এবং হাসপাতালের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এরপর থেকেই পলাতক হাসপাতালের চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীরা। অন্যদিকে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ইউটিউব দেখে অস্ত্রোপচার করতে গিয়ে রোগীর মৃত্যু