14 Pakistani nationals arrested with drugs: ৯০ কেজি মাদক সহ ১৪ পাক নাগরিককে গ্রেফতার করল এনসিবি

Representational Image (Photo Credit: File Photo)

গুজরাটের উপকূল এলাকা থেকে ৯০ কেজি নিষিদ্ধ মাদক সহ ১৪ জন পাক নাগরিককে গ্রেফতার করল নারকোটিক্স বিভাগ (Narcotics Control Bureau) এবং গুজরাত অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের যৌথ টিম। জানা যাচ্ছে, কয়েকদিন আগেই তাঁদের কাছে খবর এসেছিল যে সমুদ্রপথে মাদক পাচারের চেষ্টা চলছে। সেই খবর পেয়ে ভারতীয় কোস্ট গার্ডে খবর দেওয়া হয়।

এরপর ওই এলাকায় গুজরাট উপকূলবর্তী এলাকায় বাড়ানো হয় নজরদারি। অবশেষে গত শনিবার গুজরাত উপকূলের আন্তর্জাতিক সামুদ্রিক সীমারেখা থেকে ১৪ জনকে আটক করে কোস্ট গার্ডের অফিসাররা। তাঁদের থেকে উদ্ধার হয় কমপক্ষে ৯০ কেজি নিষিদ্ধ মাদক।

গ্রেফতার হওয়া পাক নাগরিকদের ইতিমধ্যেই এনসিবি এবং গুজরাত এটিএসের যৌথ টিমের হাতে তুলে দেওয়া হচ্ছে। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, এর পেছনে একটি বড় চক্র রয়েছে। ফলে আগামী কয়েকদিনে বড় পরিমাণে মাদক পাচার হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে ওই এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি।



@endif