Maharashtra: সফলভাবে নকশাল মুক্ত হল মহারাষ্ট্রের এই জঙ্গল লাগোয়া গ্রাম, খতম ১২, উদ্ধার অস্ত্র

ছত্তিশগড়, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ ছাড়াও মহারাষ্ট্রে উত্তর গাদচিরোলিতে এতদিন নকশালদের বেশ ভালোই প্রভাব ছিল। কিন্তু এবার এই জেলাকেও সফলভাবে তাঁদের হাত থেকে করল মহারাষ্ট্র প্রশাসন।

Maoist, Representational Image (Photo Credit: ANI)

ছত্তিশগড়, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ ছাড়াও মহারাষ্ট্রে উত্তর গাদচিরোলিতে (Uttar Gadchiroli) এতদিন নকশালদের বেশ ভালোই প্রভাব ছিল। কিন্তু এবার এই জেলাকেও সফলভাবে তাঁদের হাত থেকে করল মহারাষ্ট্র প্রশাসন। জানা যাচ্ছে, গত বুধবার সকাল থেকে মহারাষ্ট্র পুলিশের স্পেশাল ফোর্স এই জঙ্গলের বিভিন্ন প্রান্তে অভিযান চালায়। আর তাতে কমপক্ষে ১২ জনের নিকেশ হয়। এদের মধ্যে সকলেই প্রভাবশালী নেতা ছিল বলে দাবি করছে গাদচিরোলির পুলিশ সুপার নিলোদপাল। সেই সঙ্গে তিনি বলেন, আমরা মহারাষ্ট্রের এই জেলাকে মাওবাদীমুক্ত করতে পেরেছি। এখন আর এই এলাকার মানুষেরা আতঙ্কে থাকবে না।

সূত্রের খবর, এই এলাকায় মাওবাদীদের গতিবিধির ওপর দীর্ঘদিন ধরেই নজর রাখছিল গাদচিরোলির পুলিশ। সম্প্রতি তাঁরা খবর পায় এই ১২ মাও নেতা এক জায়গায় দেখা করতে চলেছে। তারপরেই চুপিসারে তল্লাশি অভিযান শুরু করে স্থানীয় পুলিশ ও স্পেশাল ফোর্সের যৌথ টিম। ভারী বৃষ্টির মধ্যে নদী পেরিয়ে এই অভিযান চালায় তাঁরা। আর তারপরেই দুই পক্ষের গুলির লড়াই চলে। তাতেই মৃত্যু হয় ১২ জনের। অপরদিকে পুলিশের যৌথ টিমে সকল সদস্যই সুরক্ষিত রয়েছে বলে খবর। মৃতদের থেকে উদ্ধার হয়েছে AK-47 রাইফেল এবং ইনসাস রাইফেল, ২টি বিজিএল লঞ্চার, ডেটোনেটর এবং ৭টি স্বয়ংক্রিয় অস্ত্র সহ মোট ১১টি অস্ত্র ও নকশাল সাহিত্য উদ্ধার করা হয়েছে।

মহারাষ্ট্রের পাশাপাশি ছত্তিশগড়েও লাগাতার নকশালমুক্ত অভিযান চলছে। বিগত কয়েকমাসে এই অভিযানে নিকেশ হয়েছে একাধিক মাওবাদী। অন্যদিকে শহিদও হয়েছে বেশ কয়েকজন সৈনিক। ছত্তিশগড়ের অভিযানে আইটিবিপি, কেন্দ্রীয় বাহিনী, স্থানীয় পুলিশের যৌথ উদ্যোগে চালানো হচ্ছে।



@endif