Andhra Pradesh Mishap: ৫ মিনিট অক্সিজেনের ঘাটতি, প্রাণ কাড়ল ১১ করোনা রোগীর
ফের মেডিক্যাল অক্সিজেনের অভাবে ১১ জন আইসিইউ-তে থাকা রোগীর মৃত্যু হল৷ সোমবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের তিরুপতির রুইয়া সরকারি হাসপাতালে৷ গোটা ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন্মোহন রেড্ডি৷ খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছেন জেলাশাসকও পুলিশ সুপার৷
অন্ধ্রপ্রদেশ, ১১ মে: ফের মেডিক্যাল অক্সিজেনের অভাবে ১১ জন আইসিইউ-তে থাকা রোগীর মৃত্যু হল৷ সোমবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের তিরুপতির রুইয়া সরকারি হাসপাতালে৷ গোটা ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন্মোহন রেড্ডি৷ খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছেন জেলাশাসকও পুলিশ সুপার৷ মাত্র ৫ মিনিটের জন্য অক্সিজেনের চাপ কমে যাওয়াতেই এই বিপত্তি৷ এর থেকেও বড় মাপের দুর্ঘটনা ঘটতে পারত৷ তবে তা সামাল দেওয়া গেছে৷ চিত্তুরের জেলাশাসক এম হরিনারায়ণ জানিয়েছেন, কর্তব্যরত চিকিৎসকদের তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। আরও পড়ুন-West Bengal Weather Update: আকাশে মেঘের ঘনঘটা, আজ রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস
জানা গেছে, অক্সিজেনের চাপ কমে গিয়েছিল কিছুক্ষণের জন্য। পাঁচ মিনিটের মধ্যেই ফের অক্সিজেন চালুর ব্যবস্থা করা হয়। এর জন্য বড় দুর্ঘটনার থেকে রক্ষা পেয়েছি। কিন্তু দুর্ভাগ্যজনক, ওই সময়ের মধ্যেই ১১ জন রোগী প্রাণ হারিয়েছেন। তবে অক্সিজেনের অভাব ঘটেনি ওই হাসপাতালে৷ সামান্য সময়ের জন্য অক্সিজেনের সরবরাহ ব্যাহত হওয়ায় এই বিপত্তি৷ এদিকে রোগীদের অসুস্থতার খবর পেয়ে প্রায় ৩০ জনের চিকিৎসকদের একটি দল আইসিইউতে ছুটে যান৷ চিকিৎসার কোনও ত্রুটি রাখেননি তাঁরা. তবে শেষরক্ষা হয়নি৷
বড়সড় বিপদ এড়ানো গেলেও একই সঙ্গে ১১ জন রোগীর অক্সিজেনের অভাবে মৃত্যু কোনও অংশেই ছোট ঘটনা নয়৷ এদিকে খবর পেয়েই মৃতের পরিজনরা হাসপাতালের উপরে চড়াও হয় বলে অভিযোগ৷ রুইয়া সরকারি হাসপাতালে একসঙ্গে ১ হাজার রোগী চিকিৎসা পেতে পারেন৷ এর মধ্যে ৭০০ অক্সিজেন বেড রয়েছে৷ বাকি ৩০০ বেড রেগুলার৷ ৩০ জন চিকিৎসক যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে চলেছেন৷ আগামী কাল চেন্নাই থেকে আরও অক্সিজেন ট্যাঙ্কার আসছে হাসপাতালে৷