Shyam Saran Negi: হিমাচলপ্রদেশের উপনির্বাচনে ভোট দিলেন ১০৪ বছরের শ্যাম সরন নেগি
স্বাধীন ভারতের প্রথম ভোট শ্যাম সরন নেগি আজ হিমাচলপ্রদেশের লোকসভা উপনির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করলেন। হিমাচলপ্রদেশের কিন্নানুর জেলার কালপায় মান্ডি লোকসভা উপনির্বাচনে ভোট দিলেন ১০৪ বছরের বৃদ্ধ শ্যাম সরন নেগি। তাঁর জন্য বুথের বাইরে পাতা হয়েছিল রেড কার্পেট, বাজানো হয় ধ্রুপদি গানের সুর। সবটাই করা হয় ১০৪ বছরের ভোটারকে কুর্নিশ জানাতে।
সিমলা, ৩০ অক্টোবর: স্বাধীন ভারতের প্রথম ভোট শ্যাম সরন নেগি (Shyam Saran Negi) আজ, শনিবার হিমাচলপ্রদেশের লোকসভা উপনির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করলেন। হিমাচলপ্রদেশের কিন্নানুর জেলার কালপায় মান্ডি লোকসভা উপনির্বাচনে (Mandi Lok Sabha By Elections) ভোট দিলেন ১০৪ বছরের বৃদ্ধ শ্যাম সরন নেগি। তাঁর জন্য বুথের বাইরে পাতা হয়েছিল রেড কার্পেট, বাজানো হয় ধ্রুপদি গানের সুর। সবটাই করা হয় ১০৪ বছরের ভোটারকে কুর্নিশ জানাতে।
মান্ডি লোকসভা আসন ও রাজ্যের তিনটি বিধানসভা কেন্দ্রে হিমাচলপ্রদেশে আজ, শনিবার উপনির্বাচন হচ্ছে। ফতেপুর, আরকি, জুব্বাল-কোটখাই নামের তিনটি বিধানসভা আসনে উপনির্বাচনে হচ্ছে। আরও পড়ুন: Goa: গোয়ায় 'বাইক রাইডে' রাহুল, মমতার পোস্টারের সামনে কংগ্রেস নেতা
দেখুন টুইট
ভোটাধিকার প্রয়োগ করে ১০৪ বছরের ভোটার শ্যাম সরন নেগি বললেন, "ভোট দেওয়া গর্বের ব্যাপার। সবার দেশের উন্নয়নের স্বার্থে ভোটাধিকার প্রয়োগ করা উচিত। সবার জন্য স্বচ্ছ সরকার গড়ার জন্য ভোট দেওয়া।"