Lawrence Bishnoi:বিষ্ণোই গ্যাঙের হুমকির শিকার ইনফ্লুয়েন্সর অভিনব আরোরা

স্বাভাবিকভাবেই এই হুমকি পাওয়ার পর থেকে দুশ্চিন্তায় আরোরা পরিবার।

সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সর অভিনব আরোরা (ছবিঃX)

নয়াদিল্লিঃ ক্রমশ বাড়ছে লরেন্স বিষ্ণোই(Lawrence Bishnoi) গ্যাংয়ের হুমকি। মূলত বাবা সিদ্দিকির(Baba Siddiqui) মৃত্যুর পর থেকেই মাথাচাড়া দিয়ে উঠেছে এই হুমকির ঘটনা। এবার বিষ্ণোইদের হুমকির শিকার ১০ বছরের নাবালক। বিষ্ণোই গ্যাং-এর উপর হুমকির অভিযোগ এনেছে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সর অভিনব আরোরা। তার পরিবারের তরফে জানানো হয়েছে, তাদের সন্তানকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে। একবার নয় ভয়েস মেসেজে দু'বার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। অভিনবের মা জ্যোতি আরোরা বাদসংস্থা এএনআই-কে বলেন, "বিষ্ণোই গ্যাং-এর তরফে একটি ভয়েস মেসেজ পেয়েছি। সেখানে বলা হয়েছে অভিনবকে মেরে ফেলা হবে। আমার ছেলে ভক্তিমূলক কথা বলা ছাড়া আর কিছু করেনি তাহলে কেন এই হুমকির শিকার হতে হচ্ছে?" স্বাভাবিকভাবেই এই হুমকি পাওয়ার পর থেকে দুশ্চিন্তায় আরোরা পরিবার। প্রসঙ্গত, দিন কয়েক আগে এই একই হুমকি পাওয়ার অভিযোগ তুলেছেন বিহারের পূর্ণিয়ার সাংসদ পাপ্পু যাদব। ছয় বারের সাংসদ পাপ্পু। তাঁর দাবি, ভয়েস মেসেজে তাঁকে হুমকি দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আগে জেল থেকে ফোন করেছিলেন লরেন্স বিষ্ণোই এমনটাও অভিযোগ আনেন ছয় বারের সাংসদ।

বিষ্ণোই গ্যাঙের হুমকির শিকার ইনফ্লুয়েন্সর অভিনব আরোরা



@endif