'Royal Wedding' In Meerut: 'রাজকীয় বিয়ে', নতুন জামাইকে ২.৫ কোটি নগদ দিল কনে পক্ষ, গাড়ি কিনতে আরও ৭৫ লক্ষ
কনে পক্ষের তরফে মসজিদে দেওয়া হয় আরও ৮ লক্ষ নগদ। পাশাপাশি আরও ১১ লক্ষ দেওয়া হয় নিকা অনুষ্ঠানের জন্য। সবকিছু মিলিয়ে উত্তরপ্রদেশের মীরাটে ওই বিয়ের অনুষ্ঠানের খবর প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়।
দিল্লি, ৪ ডিসেম্বর: কোনও আম্বানির বাড়ি নয়, তবে মীরাটে একটি বিয়ের অনুষ্ঠানের খবর ভাইরাল (Viral) হতে শুরু করেছে। যে বিয়ের অনুষ্ঠানে পাত্র এবং কন্যা পক্ষের প্রত্যেকে যেমন হাজির হন, তেমনি তাঁদের মধ্যে যে অর্থের আদানপ্রদান হয় বিশাল অঙ্কের, সেই খবর ছড়িয়ে পড়ে হু হু করে। মীরাটে (Meerut) একটি নিকাহ-এর অনুষ্ঠানে পাত্র, পাত্রীর বাড়িতে অর্থাৎ দুই তরফেই বিপুল অঙ্কের টাকাপয়সার লেনদেন হয়। রিপোর্টে প্রকাশ, পাত্রীর বাড়ি থেকে পাত্রকে ২.৫ কোটি টাকা নগদ দেওয়া হয়। অন্যদিকে নতুন জামাইয়ের জুতো মজা করে চুরি হলে, কনে পক্ষের বাড়ির লোকদের ১১ লক্ষ দেন পাত্র।
অন্যদিকে এসবের পাশাপাশি কনে পক্ষের তরফে নতুন জামাইকে ৭৫ লক্ষ টাকা নগদ দেওয়া হয় গাড়ি কেনার জন্য। এমন খবরও প্রকাশ্যে আসে।
দেখুন মীরাটে বিয়ে বাড়িতে কী হল...
মীরাটের ওই বিয়ের ভিডিয়ো এক ব্যক্তি নিজের ক্যামেরাবন্দি করেন। আর সেখানেই বর এবং কনে পক্ষ একে অপরের হাতে অর্থ বোঝাই সুটকেস তুলে দিতে শুরু করেন। কার্যত অর্থের বর্ষণ হয় মীরাটের ওই বিয়ে বাড়িতে।