Sanjay Raut: বিজাপি নেতার স্ত্রীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য, জরিমানা সহ ১৫ দিনের জেল সঞ্জয় রাউতের
২০২২ সালে এই মামলা করা হয়। সেই মামলায় সঞ্জয়কে ১৫ দিনের হাজতবাসের নির্দেশ দেওয়া হয়।
নয়াদিল্লিঃ মিলল না মুক্তি। ফের জেল শিবসেনা(Shiv Sena) ইউবিটি নেতা সঞ্জয় রাউতের(Sanjay Raut)। বিজেপি(BJP) নেতা কিরীদ সোমাইয়ার(BJP leader Kirit Somaiya) স্ত্রীর করা মানহানি মামলাতে সঞ্জয়কে ১৫ দিনের কারাবাসের সাজা শোনাল মুম্বই আদালত। সেই সঙ্গেই ২৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। জানা গিয়েছে, বিজেপি নেতা কিরীদ সোমাইয়ার স্ত্রী ডঃ মেধা সোমাইয়ার বিরুদ্ধে(Dr. Medha Kirit Somaiya) মুম্বইয়ের মীরা ভায়ান্ডার পুরসভার অধীনে পাবলিক টয়লেট নির্মাণ ঘিরে ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ এনে অবমাননাকর মন্তব্য করেছিলেন সঞ্জয়। এরপরই মানহানির মাম্ল করেন মেধা সোমাইয়া। ২০২২ সালে এই মামলা করা হয়। সেই মামলায় সঞ্জয়কে ১৫ দিনের হাজতবাসের নির্দেশ দেওয়া হয়। প্রসঙ্গত, ২০২২ সালে অর্থ তছরুপের মামলায় জেলে গিয়েছিলেন সঞ্জয়। শিবসেনা নেতা এবং তাঁর স্ত্রীর বিরুদ্ধে মুম্বইয়ের একটি বস্তি অঞ্চলের সংস্কারের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে ২০২২ সালের ১ অগস্ট রাউতের বাড়িতে তল্লাশি চালানোর পর আর্থিক তছরুপের অভিযোগে তাঁকে গ্রেফতার করে ইডি। তবে সেই মামলায় ঠিক তিন মাস পর নভেম্বরে জামিনে মুক্তি পান সঞ্জয়।
জরিমানা সহ ১৫ দিনের জেল সঞ্জয় রাউতের