Indore Planting Tree Guinness World Record: ২৪ ঘণ্টায় ১১ লক্ষ গাছ পুঁতে গিনিস রেকর্ড মধ্যপ্রদেশের, স্বচ্ছ ইন্দোর এখন সবুজ শহর
পরিবেশ বাঁচাতে মধ্যপ্রদেশ সরকারের বড় নজির। ইন্দোরে ২৪ ঘণ্টার মধ্যে পোঁতা হল ১১ লক্ষ গাছের চারা। এর আগে দুনিয়ার কোথাও এত কম সময়ের মধ্যে এত গাছ পোঁতার নজির নেই।
পরিবেশ বাঁচাতে মধ্যপ্রদেশ সরকারের বড় নজির। ইন্দোরে ২৪ ঘণ্টার মধ্যে পোঁতা হল ১১ লক্ষ গাছের চারা। এর আগে দুনিয়ার কোথাও এত কম সময়ের মধ্যে এত গাছ পোঁতার নজির নেই। নজির গড়ে 'গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড'-এর থেকে সার্টিফিকেট হাতে তুলে নিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুপ্রেরণায় মধ্যপ্রদেশে 'বিশ্ব পরিবশ দিবসে' শুরু হয়েছিল 'এক পের মা কা নাম'বা টমায়ের নামে একটা গাছ লাগাও' কর্মসূচি। এই কর্মসূচির অধীনে সু পরিকল্পনার পর ২৪ ঘণ্টার মধ্যে ইন্দোরে পোঁতা হল ১১ লক্ষ গাছের চারা। আগামী কয়েক বছরের মধ্যেই এই ১১ লক্ষ গাছের চারা সবুজে সবুজে হয়ে যাবে এই শহর। ইন্দোরকে আদর্শ গ্রিন সিটি হিসেবে ঘোষণা করা হচ্ছে।
দেখুন ভিডিয়ো
দেশের সবচেয়ে স্বচ্ছ-পরিষ্কার শহর হিসেবে গত কয়েক বছর ধরেই পুরস্কার জিতছে ইন্দোর।